তুর্কি অ্যাঙ্গোরার দীর্ঘ ব্যালেরিনা- সদৃশ দেহ এবং সিল্কি পশমের জন্য অ্যাঙ্গোরা বিড়ালকে তুরস্কের ধন হিসেবে বিবেচিত করা হয়। তাদের সুক্ষ্ম চেহার এবং আকার অপেক্ষাকৃত ছোট হওয়া সত্ত্বেও অ্যাঙ্গোরা বিড়ালের জাতটি অনেক বেশি স্নেহপূর্ণ। অ্যাঙ্গোরা বিড়ালটি আঙ্কারা নামে তুর্কিতে পরিচিত।
বাসা বাড়িতে বিড়াল পালনের জন্য তুর্কি অ্যাঙ্গোরা অনেকেরই প্রধান চয়েজ লিস্টে থাকে। আজকের আর্টিকেলের মাধ্যমে তুর্কি অ্যাঙ্গোরা বিড়াল এবং তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালের বৈশিষ্ট্য ইতিহাস ও সকল খুটিনাটি বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।
About
তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালের নাম করণ করা হয়েছে তুরস্কের প্রাক্তন রাজধানী অ্যাঙ্গোরার জন্য যেটি বর্তমানে আঙ্কারা নামে পরিচিত। তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালগুল পানিতে খেলা বেশি উপোভোগ করে। কিছু কিছু বিড়াল আবার সিস্কে স্ল্যাশিং/ ঝরনাতে লাফ দিতে বেশি পছন্দ। তুর্কি অ্যাঙ্গোরাই একমাত্র বিড়ালের জাত যেটিকে চিড়িয়াখানায় রাখা হয়।Characteristics of Turkish Angora
তুর্কি অ্যাঙ্গোরার বিড়ালের কমনীয়তার জন্য মানুষ এই বিড়লগুলো কে ব্যালেরিনাস বলে থাকে। তুর্কি অ্যাঙ্গোরার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। নিন্মে তুর্কি অ্যাঙ্গোরার বৈশিষ্ট্য গুলো দেওয়া হলোঃ
- তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালগুলো অনেক বেশি সামাজিক, বুদ্ধিমান, দুষ্টু এবং অন্যান্য পোষা প্রাণীর বস
- পুরুষ অ্যাঙ্গোরার ওজন ১২ পাউন্ড অব্দি হয়ে থাকে। আর মহিলা অ্যাঙ্গোরার ওজন ৮-১২ পাউন্ড হয়ে থাকে।
- এদের চোখের রঙ সাধারণত নীল, তামা, সবুজ ও স্বর্ণ রঙের হয়ে থাকে।
- এদের গড় আয়ু ৯-১৪ বছর হয়ে থাকে।
- এদের মাঝারি লম্বা সাইজের কোট থাকে।
- অ্যাঙ্গোরা বিড়ালগুলো সাদা, লাল, ক্রিম, কালো, নীল, সিলভার কালারের হয়ে থাকে।
- অ্যাঙ্গোরা বিড়ালের সলিড, টার্টইসশেল, বাইকালার, ট্রিকালার এর প্যার্টার্ন হয়ে থাকে।
- এদের দৈর্ঘ্য ১৪ ইঞ্চি অব্দি হয়ে থাকে।
এছাড়াও এদের অন্যান্য অনেক বৈশিষ্ট্য রয়েছে। এদেরকে বর করা অনেক বেশি সহজ। খুব সহজেই এদের প্রশিক্ষণ দেওয়া যায়। এরা মানুষের প্রতি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ আচারণ করে, এরা দৃঢ় আনুগত্য প্রবণের হয়ে থাকে।
Turkish Angora Care and Treatment
তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালগুলোর লম্বা এবং সিল্কি কোটগুলোর কোনও আন্ডারকোট নেই, যার ফলে তুর্কি অ্যাঙ্গোরার সাজসজ্জাকে মোটামুটি সহজ করে তোলে। তবে এর মানে এই নয় যে এটিকে গ্রুমিং করানো থেকে এড়িয়ে যেতে হবে। নিন্মে তুর্কি অ্যাঙ্গোরার যত্ন এবং চিকিৎসা উল্লেখ করা হলোঃ
- তুর্কি অ্যাঙ্গোরার কোটগুলোকে চকচকে এবং সুন্দর দেখানোর জন্য সপ্তাহে এক বা দুই বার ব্রাশ করাতে হবে। তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালগুলো যেহেতু পানি পছন্দ করে এবং তারা প্রাকৃতিক সাঁতারু তাই গোসল করানোর সময়ে বেশি কষ্ট করতে হবে না।
- অন্যান্য সকল বিড়ালের মতো তুর্কি অ্যাঙ্গোরার ও পেরিওডেন্টাল রোগ হতে পারে তাই প্রতিদিন সম্ভব না হলে প্রতি সপ্তাহে একদিন ব্রাশ করাতে হবে।
- সংক্রামক রোগ থেকে বিড়ালের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রত্যেক সপ্তাহে একদিন বিড়ালের কান পরিক্ষা করতে হবে। বিড়ালের কান নোংরা হলে একটি নরম সুতির কাপড় দিয়ে আলতো করে কান পরিষ্কার করতে হবে। তবে অবশ্যই পরিষ্কার করার সময়ে কানের সোয়াবগুলি এড়িয়ে চলতে হবে। কারণ, ওই অংশগুলো অনেক সুক্ষ্ম এবং যেহেতু ঐ অংশ টি কানের অভ্যন্তরীণ তাই কানের কাঠামোর ক্ষতি হবার সম্ভাবনা থাকে।
- তুর্কি অ্যাঙ্গোরা সাধারণত একটু বেশি শক্তিশালী হয়ে থাকে। তাই তাদের শারিরীক সুস্থতার জন্য প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট বিড়ালটিকে অনুশীলন করাতে হবে।
- বিড়ালের নিরাপত্তার নিশ্চিত করার জন্য সর্বদাই চেষ্টা করা উচিত অ্যাঙ্গোরা বিড়ালকে বাড়ির ভিতরেই রাখার জন্য।
- অ্যাঙ্গোরা বিড়ালের দুইটি রোগ হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি যা একটি হৃদরোগ এবং আপরটি হলো অ্যাটাক্সিয়া যা একটি মারাত্মক নিউরোমাসকুলার ডিসঅর্ডার এই দুইটি রোগ হলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
বিড়াল বংশাক্রমিক বনা অ-বংশবিশিষ্ট হোক না কেন কোন গ্যারান্টি নেই যে বিড়ালের নির্দিষ্ট স্বাস্থের অবস্থায় সঠিক বিকাশ করবে কি করবে না। তাই যদি বিড়ালের স্বাস্থ্য নিয়ে যদি কোন উদ্বিগ্নতা থাকে তাহলে অবশ্যই পশু ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।
Diet and nutrition
তুর্কি অ্যাঙ্গোরার খাদ্যের চার্ট মূলত তার বয়স, লিঙ্গ এবং কার্যকপালের স্তরের উপরে নির্ভর করে থাকে। নিন্মে তুর্কি অ্যাঙ্গোরার খাদ্য এবং পুষ্টির বর্ণ্না দেওয়া হলোঃ
- তুর্কি অ্যাঙ্গোরার জন্য ৩ কিলোর প্যাকে Paws Raw Kangaroo Meat পাওয়া যায়। এটি বিড়ালের পুষ্টি চাহিদা পূরণ করে। বর্তমানে এটির বাজার মূল্য ১৫.৭০ আমেরিকান ডলার
- এছাড়া অ্যাঙ্গোরা এর খাবার হিসেবে লকটোজ ফ্রি দুধ দিতে হবে।
- বাজারে বিড়ালছানার জন্য অনেক ধরণের বিস্কুট পাওয়া যায়। তবে এদের মধ্যে Coles, Woolworths এর সকল ব্র্যান্ডের বিস্কুট বেশি ভালো অ্যাঙ্গোরার জন্য।
- যদি বিড়াল অসুস্থ হয়ে যায় তখন তাকে Energel দিতে হবে। অসুস্থ বিড়াল কোন কিছুই খেতে চায় আর তাই সিরিঞ্জের মাধ্যমে বিড়ালের স্বাস্থ্যের উপরে যেন প্রভাব না পরে তাই Energel ব্যবহার করতে হবে।
এছাড়াও বিড়ালের খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করার জন্য Smitten টিন জাত খাদ্য দিতে হবে। তবে টিন জাত খাবার কেনার সময়ে অবশ্যই Wolworths এর টিনজাত খাবার কিনতে হবে। কারণ অনেক বিড়ালই কোলস বা অ্যালডি খাবার খায় না।
History of the Turkish Angora
ফেলিস লিবিকা এর তথ্য মতে, অন্যান্য গৃহপালিত বিড়ালদের মতো তুর্কি অ্যাঙ্গোরাস জাতটি এসেছে আফ্রিকান বন্য বিড়াল থেকে। উর্বর ক্রিসেন্টে প্রথম গৃহপালিত বিড়ালদের মধ্যে তুর্কি অ্যাাঙ্গোরা বিড়ালের পূর্বপুরুষেরা ছিলেন। ১৬শ শতকের শেষের দিকে এশিয়ার মাইনর, পারস্য ও রাশিয়া থেকে লম্বা চুলের বিড়াল ব্রিটেন এবং ফ্রান্সে আমদানি করা হয়। তুর্কি অ্যাঙ্গোরা ১৭শ শতকের দিকে ইউরোপে একটি স্বতন্ত্র জাত হিসেবে স্বীকৃত হয়েছিল।
চার্লস ক্যাটন ১৭৮৮ সালে অ্যানিমালস ড্রন ফ্রেম নেচার অ্যান্ড এনগ্রেভড ইন অ্যাকোয়া টিন্টা বইয়ে একই জাতের বিকল্প নাম হিসেবে “অ্যাঙ্গোরা বিড়াল” এবং “পার্সিয়ান বিড়াল ” দিয়েছেন। পার্সিয়ান বিড়াল টি ব্রিটিশ এবং আমেরিকান বিড়াল প্রজননকারীদের দ্বারা তুর্কি অ্যাঙ্গোরা মিউটেশন থেকে বিকাশিত হয়েছে।
১৯ শতকের শেষের দিকে কিছু ক্যাট শোতে তুর্কি অ্যাঙ্গোরা প্রদর্শন করা হয়েছিল এবং পারস্যের জাতগুলির তাদের প্রজনন কর্মসূচিতগুলিতে তাদের অন্তর্ভুক্ত করতে শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, হুট করে সমগ্র ইউরোপ জুড়ে তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালের সংখ্যা হ্রাস পাওয়া শুরু করে। প্রতিক্রিয়া হিসাবে, তুর্কি অ্যাঙ্গোরারা তুরস্কের “ধন” হয়ে ওঠে এবং তাদের সংরক্ষণের জন্য আঙ্কারা চিড়িয়াখানায় প্রজনন প্রোগ্রাম প্রতিষ্ঠা করা হয়।
১৯৫০-এর দশকে, তুরস্কে নিযুক্ত আমেরিকান সেনারা চিড়িয়াখানার তুর্কি অ্যাঙ্গোরাদের দেখে মুগ্ধ হয়েছিল। য়ার তুরস্ক থকে দুটি তুর্কি অ্যাঙ্গোরা বিড়াল কর্নেল এবং মিসেস ওয়াল্টার গ্রান্টকে উপহার দেওয়া হয়েছিল। আর এই বিড়ালগুলি আমেরিকান তুর্কি অ্যাঙ্গোরা প্রজনন প্রোগ্রামের ভিত্তি হয়ে ওঠে। এর পরে থেকে বছরের পর বছর ধরে, আরও আমেরিকানরা তুর্কি অ্যাঙ্গোরা বাড়িতে নিয়ে আসে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এভাবে অ্যাঙ্গোরা বংশ বিস্তার করে।
ক্যাট ফ্যান্সিয়ারস অ্যাসোসিয়েশন (সিএফএ) ১৯৬৮ সালে সাদা তুর্কি অ্যাঙ্গোরাস গ্রহণ করা শুরু করে, তবে ১৯৭৮ সাল পর্যন্ত রঙিন জাতগুলি নিবন্ধিত হয়নি। বর্তমানে তুর্কি অ্যাঙ্গোরা আন্তর্জাতিক ক্যাট ফ্যান্সিয়ার অ্যাসোসিয়েশন দ্বারাও স্বীকৃত।
Appendix
তুর্কি অ্যাঙ্গোরা সাধারণত একটি মাঝারি আকারের বিড়াল। এরা পেশিবহুল বিড়াল এবং এদের পিছনের পা সামনের পা গুলোর থেকে লম্বা। তুর্কি অ্যাঙ্গোরার কানগুলো কিছুটা তির্যক চোখের মতো লম্বা। অ্যাঙ্গোরা বিড়ালগুলোর যেহেতু সুক্ষ্ম Boning আচে তাই এদের অত্যাধিক ওজন এদের জন্য ক্ষতিকর। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালের সম্পর্কে একটি সঠিক এবং বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এর পরেও যদি কোন প্রশ্ন থেকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
Faq-
তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালের দাম কত?
বিড়ালের বয়স এবং এটি কোথা থেকে কেনা হয়েছে তার উপরে তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালের দাম নির্ভর করে। সাধারণত একটি তুর্কি অ্যাঙ্গোরা বিড়ালের দাম ২০ থেকে ৩০ হাজার টাকা হয়ে থাকে।
বিড়াল কত ধরণের?
ধারণা করা হয় যে পৃথিবীতে প্রায় ৭০ টির ও বেশি জাতের বিড়াল রয়েছে।