Emergency Care
আপনার বিড়ালের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং আপনাকে একটা পার্সোনালাইজড লাক্সারিয়াস সার্ভিস দেওয়ার উদ্দ্যেশেই Kitty Kitchen এর জন্ম।
প্রিয় বিড়ালের সুস্থতা নিশ্চিত করা
অসুস্থতা কখনো বলে কয়ে আসে না। মাঝে মধ্যে হঠাৎ করেই আমাদের সারাঘর মাতিয়ে রাখা বিড়ালটি অসুস্থ হয়ে পড়ে। কখনো কোনো রোগে আক্রান্ত হয়। কখনো বা দুর্ঘটনায় আহত হয়। এমন সময় প্রিয় বিড়ালকে নিয়ে আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। এমনিতেই আমাদের দেশে ভেট ডাক্তার তেমন একটা অ্যাভেইল্যাবল না। তার উপর ইমার্জেন্সি সময়ে তো পাওয়াই যায় না। তাই আমরা বাধ্য হয়ে অনভিজ্ঞ কাউকে দিয়ে কোনোরকম চিকিৎসাটা সেরে ফেলি। ফলে সাময়িক সুস্থ হলেও বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের মতো থাকে না। আবার কখনো জরুরী চিকিৎসার অভাবে নিষ্পাপ বিড়ালটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাছাড়া, বিড়ালকে মেডিসিন দেওয়াও দক্ষতার ব্যাপার। অনভিজ্ঞ কেউ দিতে গিয়ে ভুল করলে বিড়াল সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে পড়ে। তাই Kitty Kitchen বিড়ালের সুস্থতা নিশ্চিৎ করতে Emergency Care এর ব্যবস্থা করছে। যেকোনো জরুরী অবস্থায় কিংবা মেডিসিন দেওয়ার সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একজন দক্ষ ও অভিজ্ঞ ডাক্তার যথাসময়ে পৌঁছে যাবে আপনার প্রিয় বিড়ালকে সুস্থ করে তুলতে।
জরুরী অবস্থায় জরুরী সেবা
কখনো আপনার প্রিয় বিড়ালটির শরীর কাটা-ছেড়া যেতে পারে বা আরও বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। কিংবা আপনার শখের বিড়ালটির হঠাৎ এমন কোনো রোগ দেখা দিতে পারে, যেটার তৎক্ষণাৎ চিকিৎসা প্রয়োজন। তখন হয়তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো সময় নাও থাকতে পারে। এমন জরুরী অবস্থায় আপনার প্রিয় বিড়ালটি সঠিক চিকিৎসা না পেলে তার স্বাস্থ্যহানী কিংবা মৃত্যুও হতে পারে। আমরা চাই না কোনো বিড়াল জরুরী সময়ে সঠিক চিকিৎসার অভাবে প্রাণ হারাক। তাই আমরা আপনার প্রিয় বিড়ালের সু-চিকিৎসার নিশ্চিত করতে এমন জরুরী মূহুর্তে অভিজ্ঞ ডাক্তার পাঠানোর ব্যবস্থা করেছি। আমাদের সাথে যোগাযোগ করতে সংকোচ বোধ করবেন না। আপনার বিড়ালের সেবায় আমরা সবসময় প্রস্তুত আছি।
মেডিসিন এডমিনিস্টার করা
চিকিৎসার একটি প্রধান অংশ হচ্ছে সঠিক নিয়মে মেডিসিন দেওয়া। মেডিসিনের উপরই সুস্থতা সবচেয়ে বেশি নির্ভর করে। সঠিক মতো মেডিসিন দিলে সুস্থতা প্রায় নিশ্চিত। আবার মেডিসিন দেওয়ায় ভুল হলে বিড়ালের কেবল ক্ষতি না এমনকি প্রাণহানিও হতে পারে। কিন্তু বিড়ালকে মেডিসিন দেওয়ার জন্য সবসময় হাতের কাছে দক্ষ কাউকে পাওয়া যায় না। তাই অনেক সময় অনভিজ্ঞ হাতে মেডিসিন দিতে গিয়ে আমরা আমাদের অসুস্থ বিড়ালকে মৃত্যুর দিকে ঠেলে দিই। Kitty Kitchen চায় না অসুস্থ কোনো বিড়াল কোনো ভুলের কারণে আরও অসুস্থ হোক বা প্রাণ হারাক। তাই বিড়ালদের এই মারাত্মক ঝুঁকি থেকে বাঁচাতে কিটি কিচেন মেডিসিন এডমিনিস্টার করার সেবা নিয়ে এসেছে। এখন আর আপনার অসুস্থ বিড়ালকে মেডিসিন দেওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমাদের সাথে যোগাযোগ করা মাত্রই একজন দক্ষ ও অভিজ্ঞ ডাক্তার আপনার বাসায় পৌঁছে যাবেন।
পরিশেষে
আপনার অসুস্থ বিড়ালের চিকিৎসা নিয়ে আপনি যেমন দুশ্চিন্তা করেন তেমনটা আমরাও করি। আমরা চাই প্রতিটি বিড়াল সুস্থ জীবন যাপন করুক। বিড়ালের জরুরী চিকিৎসা এবং মেডিসিন এডমিনিস্টার করাটা বেশ চ্যালেঞ্জিং কাজ। তাই আমরা প্রিয় বিড়ালদের জন্য Emergency Care সেবা নিয়ে এসেছি। এটা আমাদের ভিশনেরই একটি অংশ। তাই যখনই প্রয়োজন হবে বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার অসুস্থ বিড়ালকে জরুরী চিকিৎসা দিতে পারলে আমরাও আনন্দিত হবো।