Turkish Van Cats are The Playful and Curious Cats That Will Keep You Entertained

পৃথিবীর প্রচীনতম বিড়ালের জাতগুলোর মধ্যে একটি অন্যতম বিড়ালের জাতের নাম হলো তুর্কি ভ্যান বিড়াল। একটা সময়ে এই বিড়াল গুলো শুধু তুর্কিতে পাওয়া গেলেও বর্তমানে এই বিড়ালের জাতটি সারা পৃথিবীতেই পাওয়া যায়। তুর্কি ভ্যান বিড়াল মধ্যপ্রাচ্যের রুক্ষ, দুর্গম এবং জলবাযুগতভাবে বৈচিত্রময় অঞ্চলের একটি বিড়ালের জাত। 

তুর্কি ভ্যান বিড়ালগুলো বিশ্বের অন্যান্য বিড়ালের থেকে আলাদা এবং এগুলো পোষা বিড়াল হিসেবে অন্যান্য বিড়ালের থেকে সেরা টা অফার করে। বিড়ালের সাথে মানুষের প্রিয় বৈশিষ্ট্যগুলো ছাড়াও, তুর্কি ভ্যানগুলোর আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে যা প্রায় একসাথে কিছু শিকারী কুকুরের সাথেও সম্পর্কিতঃ তুর্কি এই ভ্যান বিড়ালগুলো বিশ্বস্ত সঙ্গী, তারা খেলেধুলা পছন্দ, করে তারা সাতার কাটতে পছন্দ করে। 

অনেকেই আছেন  যারা বাসা বাড়িতে পোষা প্রাণী হিসেবে একটি বিড়াল পালন করতে চান। তাদের জন্য তুর্কি ভ্যান বিড়াল হতে পারে একটি আদর্শ চয়েজ। আজকের আর্টিকেলের মাধ্যমে তুর্কি ভ্যান বিড়াল, তুর্কি ভ্যানের ইতিহাস, স্বাস্থ্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করা হবে। 

About

তুর্কি ভ্যান বিড়ালেরা বন্ধুত্বপূর্ণ, বহির্মুখী এবং স্নেহময় ব্যক্তিত্বের হয়ে থাকে। বিশেষ করে তারা খুব সহজেই পরিবারের সদস্যদের সাথে খুব সহজেই সুসম্পর্ক গড়ে তুলতে পারে। নিন্মে তুর্কি ভ্যান বিড়ালের আরো বেশ কিছু পরিচিত  তুলে ধরা হলোঃ 

  • তুর্কি ভ্যান সাধারণত স্নেহময় উদ্যমী এবং দুঃসাহসী ব্যক্তিত্বের হয়ে থাকে। 
  • এদের ওজন সর্বোচ্চ ২০ পাউন্ড অব্দি হয়ে থাকে।
  • তুর্কি ভ্যান বিড়ালের ওজন ৩০ ইঞ্চি অব্দি হয়ে থাকে। 
  • এদের কোট মাঝারি দৈর্ঘ্যের হয়ে থাকে। 
  • তুর্কি ভ্যানের মাথা এবং লেজে রঙিন চিহ্ন সহ সাদা (লাল, কালো, নীল, ট্যাবি, হিমালয়) রঙের হয়ে থাকে। 
  • এদের সাধারণত Biocolor প্যাটার্নস এর কোট হয়ে থাকে। 
  • একটি তুর্কি ভ্যানের জীবনকাল ১৭ বছর অব্দি হয়ে থাকে। 
  • তুর্কি ভ্যান বিড়ালগুলো সাতার কাটতে পারে। 
  • এদের চোখের রঙ অ্যাম্বার, নীল এবং অদ্ভুদ রঙের হয়ে থাকে। 

এছাড়াও তুর্কি ভ্যান হলো একটি বড় সাইজের বিড়াল এবং শ্রমসাধ্য বিড়াল। এরা কোথাও আরোহণ করতে, লাফ দিতে এবং অন্বষণ করতে বেশি পছন্দ করে।  

Health and Treatment

তুর্কি ভ্যান বিড়ালগুলো স্বাস্থ্য অনেক ভালো। তবুও তুর্কি ভ্যান বিড়ালদের কিছু জেনেটিক এবং কৃত্রিম ভাবে প্রজনন কৃত জাতগুলোর মধ্যে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা থাকে। নিন্মে তুর্কি ভ্যান বিড়ালের স্বাস্থ্য সমস্যা এবং এদের চিকিৎসা নিয়ে আলোচনা করা হলোঃ 

  • তুর্কি ভ্যান বিড়ালদের একটি সাধারণ সমস্যা হলো ব্যাকটেরিয়া এবং ভাইরাল ইনফেকশন। বিড়াল এই রোগে আক্রান্ত হলে হাঁচি হয়, নাক বন্ধ হয়ে যায়, নাক চোখের স্রাব দেখাঁ যায়। বিড়ালের এই রোগগুলা এমনিতেই হয়ে থাকে এবং এমনিতেই ঠিক হয়ে যায়। যদি ৭-১০ দিনের মধ্যে না ঠিক হয় তাহলে অবশ্যই বিড়ালকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
  • কুকুরের মতো ভ্যান বিড়ালের ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে, বিড়াল ক্যান্সারে আক্রান্ত হলে খাওয়া কমে যায়, আকস্মিক ওজন কমে যায় অলসতা বেড়ে যায়। তাই এই লক্ষ্যণ গুলো দেখা দিলেই ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে।
  • হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি তুর্কি বিড়ালদের মধ্যে কম দেখা যায়। এই রোগে আক্রান্ত হলে বিড়ালের শ্বাস-প্রশ্বাস বেড়ে যায় এবং অলসতা বেড়ে যায়। এই রোগে আক্রান্ত হলে বিড়ালকে ইকোকার্ডিওগ্রাম করাতে হবে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। 

Care

পোষা প্রাণী গুলোর মধ্যে বিড়াল যেহেতু পরিবারের সদস্যদের সাথে খুব সহজেই মিশে যায় তাই এদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য নিয়মিত  যত্ন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিন্মে তুর্কি ভ্যান বিড়ালের যন্ত সম্পর্কে বর্ণনা করা হলোঃ 

  • তুর্কি ভ্যানগুলো আধা- লম্বা চুল এবং মার্জিত চেহারা হওয়া সত্ত্বেও তাদের কম রক্ষণাবেক্ষণ করতে হয়। সারা বছর কোটটি মসৃণ এবং নরম বোধ করার জন্য সাপ্তাহিক ব্রাশ করানো প্রয়োজন। 
  • তুর্কি ভ্যান গুলো যেহেতু খেলতে, আরোহণ করতে এবং অন্বেষণ করতে পছন্দ তাই এদেরকে আরোহন এবং পার্চিং সুযোগ প্রদান করতে হবে। এছাড়াও মজাদার ইন্টারেক্টিভ খেলনা যেমন পালকের কাঠি এবং পাজল খেলনাগুলো দিতে হবে। 
  • অন্যান্য বিড়াল সাতার কাটা অপছন্দ করলেও তুর্কি বিড়াল যেহেতু সাতার কাটা বেশ পছন্দ করে তাই বাথটবে এদের সাতার কাটার ব্যাবস্থা করে দিতে হবে।  
  • তুর্কি ভ্যানের কোটের চুল মারা যায়। আর মৃত চুল থেক মুক্তি পেতে কোটের মধ্যে দিয়ে মাঝে মধ্যে চিরুনি চালাতে হবে। 
  • সপ্তাহে নখ ক্লিপ করতে হবে এবং এই পদ্ধতিতে ভ্যান বিড়ালকেও অভ্যস্ত করতে হবে। 
  • ময়লা পরীক্ষার জন্য কানের ভিতরে উকি দিতে হবে
  • তুর্কি ভ্যানগুলো অত্যন্ত পরিষ্কার একটি বিড়াল তাই রেগুলার এটিকে গোসলের প্রয়োজন হয় না। গোসলের প্রয়োজন হলে অবশ্যই ভালো মানের শ্যাম্পু ব্যবহার করতে হবে। যদি বিড়ালের পশমে প্রচুর তেল থাকে এবং লেজের একটি খারাপ কেস থাকে তাহলে ডিগ্রীজিং শ্যাম্পু ব্যবহার করতে হবে। 
  • পেরিওডন্টাল রোগ থেকে ভ্যান বিড়াল কে রক্ষা করার জন্য জন্য দাত ব্রাশ করাতে হবে। 
  • অন্য বিড়ালদের দ্বারা ছড়ানো রোগ, কুকুর বা কোয়াটস দ্বারা আক্রমণ এবং বাহিরে ঘুরতে গিয়ে বিড়লেরা যে সকল বিপদের সন্মুখীন হয় যেমন, গাড়ির দ্বারা আঘাত থেকে রক্ষা করার জন্য শুধু ইনডোর বিড়াল হিসেবেই রাখা ভালো। 

Food and Nutrition

বিড়ালের সুস্থতার জন্য তার খাদ্য এবং পুষ্টির উপরে বিশেষ নজর দেওয়া উচিত। ঘরের খাবারের পাশাপাশি তাদের পুষ্টি নিশ্চিত করার জন্য তাদের জন্য বাজার থেকে পুষ্টিকর খাবার কিনে খাওয়াতে হবে। নিন্মে তুর্কি ভ্যান বিড়ালের খাদ্য ও পুষ্টির একটি তালিকা দেওয়া হলোঃ 

Exculsive Kattunge

বিড়াল ছানা এবং মা বিড়ালের জন্য সুষম শুকনো খাবার হলো Exclusive Kattunge. বিড়ালছানা থেকে ১২ মাস পর্যন্ত বিড়ালছানাদের জন্য এটি খাওয়ানোর পরামর্শ প্রদান করা হয় যাতে করে বিড়ালের পুষ্টি নিশ্চিত হয়। এছাড়াও এটি গর্ভবতী এবং নার্সিং বিড়ালদের জন্য একটি উপযুক্ত খাবার। এটিতে প্রোটিং থাকে ৩৪%  এবং ফ্যাট কন্টেন্ট থাকে ২১%। 

Opus Lynx

Opus Lynx প্রাপ্ত বয়স্ত বিড়ালদের জন্য সম্পূর্ণ, শস্য মুক্তি পুষ্টি গুণ সম্পন্ন খাবার। এটি একটি শস্য এবং গ্লুটেন মুক্ত রেসিপি যা বন্য লিংকসের থেকে তৈরি করা হয়। এটিতে প্রোটিন, চর্বি এবং কম পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এটি তে প্রোটিন ৪০% এবং ফ্যাট ২০% থাকে। 

বিড়ালের বেশি অসুস্থতার কারণ হলো তাদের শরীরে জমে থাকা ফ্যাট। তাই চেষ্টা করতে হবে অবশ্যই কম ফ্যাট আছে এমন জাতীয় খাবার খাওয়ানোর জন্য।  

History of the Turkish Van Cat

তুর্কি ভ্যান বিড়ালগুলোকে তুর্কিতে অসংখ্য নামে ডাকা হয়। এদের মধ্যে রয়েছে তুর্কি ভ্যান, ভ্যানকাটস এছাড়াও রয়েছে দ্যা সুইমিং বিড়াল এর মতো অনেক নাম। তবে যে নামেই ডাকা হোক না কেন এটি মধ্যপ্রাচ্য থেকে আসা একটি বিড়ালের প্রাচীন জাত। ব্রোঞ্জ যুগের একটি রেকর্ডে দেখা যায় খ্রিস্ট্রপূর্ব ১৬০০-১২০০ এর মাঝামাঝি সময়ে হিট্টাইট গয়নাগুলিতে খোদাই হিসেবে লেজ সহ একটি সাদা, আধা দীর্ঘ কোটের বিড়ালের রেকর্ড রয়েছে। এছাড়া ৭৫-৩৮৭ সালে রোমানদের শাসনকালে হালকা স্ব রঙ এবং একটি রিংযুক্ত লেজ সহ একটি বিড়াল দিয়ে রোমান সৈন্যদলের যুদ্ধের বর্ম প্রদর্শন করা হতো। 

তুর্কি ভ্যান বিড়ালগুলো মূলত আরারাত পর্বত থেকে দূরে তুরস্কের লেক ভ্যান অঞ্চলে ঘুরে বেড়াত। আর ঐ অঞ্চলে গ্রীষ্মকালে প্রচন্ড গরম পড়লে বিড়ালগুলো পাহাড়ের স্রোতে ডুব দিত আর এই কারণেই এই জাতের বিড়ালগুলোকে সাতার কাটা বিড়াল নামেও ডাকা হয়।

১৯৫৪ সালে ইল্যাংডের দুই ফটোগ্রাফারকে তুরস্কের চারপাশ ভ্রমণের সময় তুর্কি ট্যুরিস্ট বোর্ডের থেকে একজোড়া সম্পর্কহীন বিড়াল দেওয়া হয়েছিল। তারা যখন বিড়াল দুটি নিয়ে ইংল্যান্ডে ফিরে আসে তারা আবিষ্কার করেন যে তারা সত্য প্রজনন পেয়েছেন। এছাড়াও ১৯৮৩ সালে ফ্লোরিডা, ফ্রান্স এবং হল্যান্ড থেকে তুর্কি ভ্যানের আমদানি করা হয়। সি এজ এ ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে তুর্কি ভ্যানের নিবন্ধন করে। ১৯৯৩ সাল অব্দি ভ্যান বিড়ালের জাতটি অস্থায়ী মর্যাদা দেওয়া হলেও ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে এটিকে চ্যাম্পিয়নশিপ মর্যাদায় উন্নীত করা হয়েছে।  

Appendix

তুর্কি ভ্যান হলো বিড়ালের একটি প্রাকৃতিক জাত যা বিগত কয়েক শতাব্দি আগে তুরস্কের অংশের লেক ভ্যান এলাকার চারপাশে উদ্ভুত হয়েছিল। পানিতে সাতার কাটার পাশাপাশি তুর্কি ভ্যানগুলো তাদের সম্পূর্ণ ব্রাশের মতো লেজ, শরীরের কাশ্মীরি পশম, শক্তিশালী পেশবহুল শরীর এবং উচ্চ স্তরের বুদ্ধিমত্তার জন্য অনেক বেশি সু পরিচিত। 

এছাড়াও তুর্কি ভ্যান বিড়ালদের মধ্যে কিছু বিড়ালের কাধে একটি রঙিন চিহ্ন থাকে যেটা তার জন্মভুমিতে “মার্ক” বা আল্লাহর থাম্বপ্রিন্ট বলা হয়। এবং এই চিহ্নের অধিকারী বিড়ালগুলোকে আশীর্বাদ হিসেবে বিবেচিত করা হয়। 

আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে তুর্কি ভ্যান বিড়ালের সম্পর্কে একটি বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এর পরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।   

Share with friends and families

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *