Pixie Bob Cats are The Loving and Affectionate Cat That Will Melt Your Heart

বিড়ালের গৃহপালিত জাতগুলোর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় বিড়ালের জাত হলো পিক্সি বব বিড়াল। পিক্সি বব বিড়ালকে প্রাকৃতিকভাবে ববক্যাট হাইব্রিড বিড়ালের বংশধর বলে দাবি করা হলেও এদের ডি এন এ পরিক্ষা করে ববক্যাট বিড়ালের  জিন শনাক্ত করতে ব্যর্থ হয়। পিক্সি বব বিড়ালগুলো আকারে বড় এবং দেখতে অনেকটাই বব ক্যাট বিড়ালদের মতোই হয়ে থাকে। 

পিক্সি বব বিড়ালগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি এই বিড়ালগুললো অনুগত। পিক্সি বব বিড়ালগুলো পরিবারের শিশু থেকে শুরু করে  অন্যান্য পোষাপ্রাণী এবং পরিবাবের সকলের জন্যই একটা ভালো সঙ্গী। তাই অনেকেই পোষা প্রাণী হিসেবে এই পিক্সি বব কে চয়েজ করে থাকেন। আজকের আর্টিকেলের মাধ্যমে পিক্সি বব বিড়াল সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও পিক্সি বব বিড়ালের ইতিহাস বৈশিষ্ট্য এবং যত্ন এই সকল বিষয়েও একটি সুনির্দিষ্ট তথ্য প্রদান করা হবে।  

About

পিক্সি বব বিড়ালটি উত্তর পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভুদ একটি বিড়ালের জাত। পিক্সি বব পেশি বহুল বিড়াল যাদের রঙ সাধারণত ব্রাউনি কালারের হয়ে থাকে এরা একালার উপকূলীয় পাহাড়ে পাওয়া বন্য উপকূলীয় লাল বব ক্যাটদের মতো দেখতে অনেকটা। এছাড়াও পিক্সি বব বিড়ালের অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে। নিন্মে পিক্সি ববের বৈশিষ্ট্যগুলো দেওয়া হলোঃ 

  • প্রিক্সি বব বিড়াল গুলো সাতার কাটার জন্য পরিচিত না হলেও অনেক প্রিক্সি বব বিড়াল সাতার কাটতে পারে। 
  • পিক্সি বব বিড়াল লম্বা চুল এবং ছোট চুল দুই ধরণের ই হয়ে থাকে। তাদের একটি উললি টেক্সচারের সাথে একটি ডাবল পুরু কোট থাকে যা শরীর থেকে সরে যায় এবং যখন এটি পেটে উপর থাকে তখন এটিকে প্যাডেড অনুভুতি দেয়। 
  • কিছু কিছু পিক্সিবব বিড়ালের কানে লিংক টিপস থাকে। তাদের মুখের লোচে নিচেত দিকে থেকে বেড়ে উঠে যার কারণে তাদের পুরুষের মাটনচপ সাইডবোর্ডের মতো দেখায়। 
  • পিক্সি বব ্বিড়াল সাধারণত মাঝারি থেকে বড় সাইজের হয়ে থাকে এদের যথেষ্ট বড় অস্থি এবং পেশিবহুল শরীর ও বর্ণময় দেহের কারণে এদের বন্য বিড়ালের মতো ঘূর্ণায়মান গতি দেয়।
  • পিক্সি বব বিড়ালের পা গুলো হয় অনেক ভারী এবং লম্বা। এদের পিছনের  পাগুলো সামনের পা গুলার থেকে কিছুটা লম্বা হয়ে থাকে।
  • একটি পিক্সি বব পুরুষ বিড়ালের ওজন সাধারণত ১২ থেকে ১৭ পাউন্ড হয়ে থাকে। আর মহিলা বিড়ালের ওজন ৮ থেকে ১২ পাউন্ডের হয়ে থাকে।  
  • পিক্সিবব বিড়ালের লেজের দৈর্ঘ্য ২ ইঞ্চির এর বেশি হয়ে থাকে। এদের লেজ হকের মতো লম্বা এবং লেজটি প্রায়শই কাঁটা বা গিঁটযুক্ত। 
  • বিড়ালদের সাধারণত সামনের পায়ে ৫ টি আঙ্গুল এবং পিছনের পা এ ৪ টি আঙ্গুল থাকে। কিন্তু পলিড্যাকটাইল বিড়ালদের পায়ের আঙ্গুলের সংখ্যা বেশি থাকে। পিক্সিবব বিড়াল হলো একমাত্র বিড়ালের জাত যাকে পলিড্যাক্টিলি করা অনুমতি দেওয়া হয়।  
  • পিক্সিবব বিড়ালেরা সহজ-সরল, বন্ধুত্বপূর্ণ, স্নেহময় এবং বুদ্ধিমান ব্যাক্তিত্বের হয়ে থাকে। 
  • এদের দৈর্ঘ্য সাধারণত ২০ থেকে ২৪ ইঞ্চি হয়ে থাকে। 
  • এদের চোখগুলো গোল্ডেন বাদামী বা সবুজ রঙের হয়ে থাকে। 
  • পিক্সিবব বিড়ালের আয়ুস্কাল ১৩ থেকে ১৫ বছরের হয়ে থাকে। 

এছাড়াও পিক্সিবব বিড়ালেরা পরিবারের অন্যান্য বিড়াল-কুকুর এবং পরিবারের অংশ হতে বেশ খুশি হয়। এরা অনেক বিশস্ত হয়ে থাকে।  

Health and Treatment

পিক্সি বব বিড়ালগুলো অনেক বেশি শক্তিশালী এবং স্বাস্থ্যবান বিড়ালের জাত। তবে এমন অনেক রোগই আছে যেগুলো পিক্সি বব বিড়ালগুলো কে প্রভাবিত করতে পারে। নিন্মে পিক্সি বব বিড়ালের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে বর্ণনা করা হলোঃ 

পিক্সি বব বিড়ালগুলো সাধারণত তিনটি রোগে আক্রান্ত হওয়ার বেশি সম্ভাবনা থাকে। এগুলো হলোঃ 

  • Hypertrophic cardiomyopathy
  • Cryptorchidism
  • Fetal dystocia

উপোরক্ত রোগগুলোতে আক্রান্ত হলে অবশ্যই ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিড়ালের চিকিৎসা প্রদান করাতে হবে। 

Care

পিক্সি বব বিড়ালগুলো অনেক স্মার্ট এবং অনুগত। তাই পিক্সি বব বিড়ালকে যদি সঠিক ভাবে যত্ন করা যায় তাহলে পিক্সি বব বিড়ালগুলো পরিবারের সকল সদস্যদের সাথে খুনশুটি এবং সুসম্পর্ক গড়ে তুলবে। নিন্মে পিক্সি বব বিড়ালের যত্নের বিষয়গুলো উল্লেখ করা হলোঃ  

  • পিক্সি বব বিড়ালের যত্ন এর প্রধান ধাপ হলো বিড়ালকে ভাল মানের খাবার দিতে হবে। 
  • পিক্সি বব বিড়ালের বিশুদ্ধ পানি পান সরবারহ করতে হবে। চেষ্টা করতে হবে বিড়ালকে চীনামাটির বা সিরামিকের পাত্রে পানি পান করতে দেওয়া। 
  • পিক্সিবব বিড়ালকে খাওয়ানোর সময়ে অবশ্যই সময়সূচী ঠিক রেখে খাওয়ানো। এবং অতিরিক্ত খাবার না দেওয়া ও মানুষের খাবার না খাওয়ানো। প্রয়োজন হলে বিড়ালকে খাওয়ার জন্য টাইমার সেট করে রাখা। 
  • পিক্সি বব বিড়ালের ছোট , দীর্ঘ উভয় কোট ই থাকতে পারে। আর বিড়ালের সুস্থতার নিশ্চিত করার জন্য প্রতি সপ্তাহে এগুলাকে ব্রাশ দিয়ে গ্রুমিং করতে হবে।
  • বিড়ালের নগ ব্যাকটেরিয়া বহন করে। তাই বিড়ালের যত্ন নিশ্চিত করতে অবশ্যই উচিত প্রতি সপ্তাহে নখ গুলো ছাটাই করা। 
  • প্রতি সপ্তাহে গ্রুমিং করা শেষে কান পরীক্ষা করতে হবে। যদি বিড়ালের কান নোংরা দেখায় তাহলে পানিতে ভেজা তুলোর বল বা কান ক্লিনজার দিয়ে কান পরিষ্কার করতে হবে। 
  • দাঁতের রোগ থেকে বিড়ালকে রক্ষা করতে প্রতি দিনে বিড়ালকে ব্রাশ দিয়ে দাত পরিষ্কার করিয়ে দিতে হবে। 
  • বিড়ালের স্বাস্থ সুস্থ রাখার জন্য প্রতিদিন কমপক্ষে এদের আধাঘন্টা ব্যায়া করাতে হবে।

Food and Nutrition

পিক্সি বব বিড়ালের কোন বিশেষ পুষ্টির প্রয়োজন নেই। আপনি আপনার পছন্দ মতো শুকনো, ভেজা বা সংমিশ্রণ করে প্রদান করতে পারেন। কিছু কিছু পিক্সি বব বিড়াল কম পানি পান করে তাই তাদের তরল সরবারহ করার জন্য আপনি ভেজা খাবার প্রদান করতে পারেন। পিক্সি বেড়ালের দাতগুলো যেহেতু কিছুটা কুঁচকানো হয়ে থাকে তাই এদের শুকনা জাতীয় খাবারে বেশি উপকৃত হয়।

মুরগি, গরুর মাংস, হাঁস, টার্কি, মাছ এই সকল খাবার প্রোটিনের চমৎকার উৎস, যা বিড়ালের উন্নতির জন্য অনেক বেশি প্রয়োজন। তাই পিক্সি বব বিড়ালের প্রোটিনের চাহিদা পূরণের জন্য ডিহাইড্রেড এবং প্রোটিনে পূর্ণ খাবার প্রদান করতে হবে। 

এছাড়াও পিক্সি বব এর শরীরের খনিজ পদার্থের চাহিদা পূরণের জন্য আলফালফা খাবার (দস্তা, আয়রন, ম্যাঙ্গানিজ) সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। পিক্সি বব বিড়ালের ফাইবারের চাহিদা পূরণ করার জন্য স্টার্চি কার্বোহাইড্রেড সমৃদ্ধ খাবার বার্লি খাওয়াতে হবে এটি শরীরের ফাইবারের সাথে সাথে বিড়ালের চিনির স্তর স্থিতিশীল রাখে।

এছাড়াও বাজারে অনেক ব্র্যান্ডের বিড়ালের খাবার রয়েছে। সেগুলা বিড়ালের খাদ্য এবং পুষ্টির চাহিদা পূরণে খাওয়াতে পারেন। এগুলা হলোঃ 

  • Wellness
  • Solid Gold
  • Evo
  • Natural Balence
  • Orijen
  • Blue Buffalo 

 পিক্সি বব বিড়ালকে যদি পরিবারের সদস্যদের মতো খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করা যায় তাহলে এটি দীর্ঘ সময়ের জন্য ইতিবাচক সম্পর্ক গড়ে তুলবে। 

History of the Pixie Bob Cat

ক্যারল অ্যান ব্রুয়ার (স্টোনিসল্যান্ড) ১৯৮৫ সালে ওয়াশিংটন রাজ্যের ক্যাসকেড রেঞ্জের পদদেশে বসবাসকারী এক দম্পতির কাছে থেকে একটি ছোট লেজ এবং পলিড্যাক্টিল দাগযুক্ত একটি  পুরুষ বিড়ালছানা কিনেছিলেন। ১৯৮৬ সালের জানুয়ারি তিনি ক্লাসিক প্যাটার্নযুক্ত একটি পুরুষকে উদ্ধার করেন যেটির সাইজ ছিলো তার হাটুর সমান তিনি সেটার নাম দেন কেবা। তিনি ১৯৮৬  সালের এপ্রিল আসে প্রতিবেশির বিড়াল ম্যাগিকে প্রজনন করান এবং একটি লিটার ডেলিভারি করান। ক্যারল অ্যান একটি সেই লালচে ফৌন কোটের উপরে নিঃশব্দ দাগ এবং বন্য চেহারার বিড়ালটিকে নামকরণ করে পিক্সি। 

পরের কয়েক বছর ধরে ব্রুয়ার তার প্রোগ্রামে কাছাকাছি ক্যাসকেড রেঞ্জ থেকে ২৩ টি বিড়াল প্রবর্তন করেন যেগুলো তিনি ববক্যাট এবং গৃহপালিত বিড়ালের মধ্যে প্রকৃতিকভাবে মিলন ঘটার মাধ্যমে জন্ম হয়েছিল। তিনি এই ধরণের বিড়ালদের উল্লেখ করার জন্য “লেজেন্ড ক্যাট” শব্দটি ব্যাবহার করেছিলেন এবং তিনি তার প্রজনন প্রোগ্রামে ব্যবহৃত অনুমোদিত আউটক্রসগুলি বর্ণনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ট্রেডমার্ক নিবন্ধন করেছিলেন। 

ব্রুয়ারের নেতৃত্বেই, আন্তজার্তিক ক্যাট অ্যাসোসিয়েশন এবং ফ্যান্সিয়ার অ্যাসোসিয়েশন অবশেষে নতুন জাতটি নিবন্ধন করতে সফল হয়েছিল। পিক্সিবব বিড়াল ১৯৯৩ সালে টি আই সি এ দ্বারা প্রদর্শনী বিভাগে গৃহীত হয় এবং ১৯৯৬ সালে নতুন জাত এবং রঙ মর্যাদায় উন্নীত একটি নেটিভ নিউ ব্রিড হিসেবে শ্রেনীবন্ধ হয়। 

Appendix

পিক্সি বব বন্য দেখতে বিড়ালের মতো হলেও এই বিড়ালগুলো ভালো স্বভাবের হয়ে থাকে। পিক্সি বব মানুষদের পাশাপাশি বাড়ির অন্যান্য পোষাপ্রাণীদের সাথে খেলাধুলা, ব্যায়াম এবং স্নেগপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে পিক্সি বব বিড়াল সম্পর্কে একটি বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এর পরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।  

Share with friends and families

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *