ব্রিটিশ শর্টহেয়ার বিড়াল হলো ঐতিহাসিক ব্রিটিশ গৃহপালিত বিড়ালের সংষ্কারকৃত জাত। ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালগুলো ব্রিটিশ ব্লু নামেও অনেক বেশি পরিচিত। এই বিড়াল গুলোর ধূসর মোটা কোট, চওড়া মুখ, আনারসের মতো চোখ, শান্ত এবং সহজ-সরল ব্যক্তিত্বের জন্য এ-ই বিড়ালগুলো অনেকের কাছেই প্রিয় একটি বিড়াল। আজকের আর্টিকেলের মাধ্যমে ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালের পরিচিতি, ইতিহাস, স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে সুনির্দিষ্ট এবং বিস্তারিত আলোচনা করা হবে।
About
ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালগুলো শিকারি বিড়াল হয়ে থাকে। এই বিড়ালগুলো প্রাচীন কালে শিকার করার জন্য এবং সাপ পোকা মাকড় থেকে রক্ষা পেতে ব্যবহার করা হতো। এছাড়াও এই বিড়ালগুলোর বেশ কিছু পরিচিতি রয়েছে। নিন্মে সেগুলো দেওয়া হলোঃ
- ব্রিটিশ শর্টিহেয়ার বিড়ালগুলো তাদের স্নেহশীল, শান্ত এবং সহজ সরল ব্যক্তিত্বের জন্য অনেক বেশি পরিচিত।
- ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালগুলো আরেকটি জনপ্রিয় নাম হলো ব্রিটিশ নীল
- ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালগুলো ৭ থেকে ১৭ পাউন্ড ওজনের হয়ে থাকে। কিছু কিছু বিড়ালের ওজন এর থেকেও বেশি হয়ে থাকে।
- ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালের দৈর্ঘ্য ২২ থেকে ২৫ ইঞ্চি লম্বা হয়ে থাকে।
- ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালগুলোর কোটগুলো সাদা, কালো, নীল, লাল, ক্রিম, ধোয়া এবং সোনালী রঙের হয়ে থাকে।
এছাড়াও ব্রিটিশ শর্টহেয়ার বিরালগুলোর চোখগুলো সাধারণত নীল, লাল,ক্রিম, কালো এবং সাদা রঙের হয়ে থাকে।
Health and Treatment
ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালগুলো বিড়ালের একটি প্রাচীন জাত হওয়ার এদের অন্যান্য বিড়ালের থেকে স্বাস্থ্য সমস্যা তুলনামুলকভাবে কম থাকে। তবে এই বিড়ালদেরও বেশ কিছু স্বাস্থ্য সমস্যা থাকে। নিন্মে ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালদের স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
Hypertrophic Cardiomyopathy (HCM)
হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বিড়ালের এমন একটি স্বাস্থ্য সমস্যা যা বিড়ালদের হার্টের দেয়ালকে ঘন করে তোলে এবং শরীরের অঙ্গগুলোর কার্যকারিতা হ্রাস করে। সাধারনত এই রোগে আক্রান্ত হলে বিড়ালের হৃদস্পন্দন দ্রুত গতিতে হয় যা বিড়ালের হার্টের অক্সিজেন ব্যবহারকে বাড়িয়ে দেয় আর এর ফলে বিড়লের কোষগুলো মারা যেতে পারে। আর কোষগুলো মারা গেলে বিড়ালের হৃদপিন্ড সঠিকভাবে কাজ করতে পারে না ফলে হৃদপিন্ডে রক্ত জমাট বাধতে পারে বা হার্ট ফেইল হতে পারে। দ্রুত শ্বাস নেওয়া, খোলা মুখে শ্বাস নেয়া, অলসতা, ক্ষুধার অভাব, আচারনে পরিবর্তনের মতো লক্ষণ দেখা যায় এই রোগে আক্রান্ত বিড়ালকে। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে পশু চিকিতসকের নিকটে নিয়ে যেতে হবে। এই নিরাময়যোগ্য রোগ না হলেও ঔষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রনে রাখা সম্ভব।
Peritoneal-Pericardial Diaphragmatic Hernia (PPDH)
কিছু ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালদের এক ধরণের হার্ণিয়া বিকাশ করে যাকে পেরিটোনিয়াল পেরিকার্ডিয়াল ডায়াফ্রাম্যাটীক হার্ণিয়া বলা হয়। এটি বিড়ালের একটি জন্ম গত রোগ। এই রোগের আক্রান্ত বিড়ালদের অস্পষ্ট হৃদস্পন্দন, শ্বাস নিতে কষ্ট হওয়া এবং বমি হওয়ার মতো লক্ষণ দেখা যায়। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সাধারণত বিড়ালের বুকের এক্স-রে, থোরাসিক আল্ট্রাসাউন্ড এবং সিটি স্ক্যানের মাধ্যেমে এই রোগ নির্ণয় করা হয়।
Polycystic Kidney Disease (PKD)
ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালদের বংশবৃদ্ধি পার্সিয়ান জাতের সাথে করা হয়েছে বিধায় এই বিড়ালগুলো ও পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকে। এটি বিড়ালগুলো উত্তরাধিকারসুত্রে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এই রোগে আক্রান্ত হলে বিড়ালের তৃষ্ণা বেড়ে যাওয়া, প্রস্রাব বৃদ্ধি পাওয়া, বমি বমি ভাব হওয়া, ক্ষুধার অভাব, ওজন কমে যাওয়া, অলসতা এবং প্রস্রাবে রক্ত আসার মতো লক্ষণ পরিলক্ষিত হয়। এই লক্ষণ গুলো দেখা দিলেই বিড়ালকে চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। সাধারণত খাদ্যের নিয়ন্ত্রণ এবং ঔষুধ সেবনের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়।
Care
বিড়ালকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে এবং বিড়ালের সুরক্ষা নিশ্চিত করতে বিড়ালকে প্রতিদিন যত্ন নিতে হবে। নিন্মে ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালদের যত্ন নেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হলোঃ
- ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালগুলোর চুল ছোট আকারের হয়ে থাকে।তাই এই বিড়ালগুলোকে রেগুলার ব্রাশ করানোর দরকার হয় না। তবে মরা চুল থেকে মুক্তি দিতে এবং কোট সুন্দর পরিপাটি রাখতে প্রতি সপ্তাহে একদিন ব্রিটিশ শর্ট হেয়ার বিড়ালকে ব্রাশ করাতে হবে।
- ব্রিটিশ শর্ট হেয়ার বিড়ালগুলো বিড়ালের প্রাচীন জাত তাই এই বিড়ালগুলো শিকার করতে দৌড়াতে এবং আহোরন করতে অনেক বেশি পছন্দ করে। তাই বিড়ালকে খেলনা কিনে দিতে হবে।
- বিড়ালকে কানের রোগ থেকে মুক্তি দিতে প্রতি সপ্তাহে অন্তত একদিন বিড়ালের কান পর্যবেক্ষণ করতে হবে এবং কানের মধ্যে কোন ময়লা থাকলে সেগুলো আলতো ভাবে পরিষ্কার করতে হবে।
- বিড়ালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতি সপ্তাহে বিড়ালের পায়ের নখগুলো ছেঁটে দিতে হবে।
- বিড়ালের দাঁতের এবং মাড়ির রোগ থেকে রক্ষা পেতে বিড়ালকে প্রতিদিন একবার হলেও ব্রাশ করাতে হবে।
এছাড়াও বিড়ালকে সুস্থ রাখতে প্রতিদিন রুটিন অনুযায়ী বিড়ালকে সুষম খাদ্য দিতে হবে। বাহিরের আক্রমণ থেকে বিড়ালকে রক্ষা করতে বিড়ালকে বাড়ির মধ্যেই রাখতে হবে।
Food and Nutrition
বিড়ালের সঠিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে অবশ্যই প্রতিদিন সুষম এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবার দিতে হবে। নিন্মে ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালদের জন্য সেরা কয়েকটি খাবারের নাম উল্লেখ করা হলোঃ
Purina Fancy Feast Poultry & Beef
বিরলের জন্য পোল্ট্রি মুরগি এবং গরুর মাংস থেকে তৈরি একটি সুস্বাদু খাবার হলো Purina Fancy Feast Poultry & Beef. এটিতে বিড়ালের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে। এছাড়াও এটিতে রয়েছে টরিন, কোলিন ক্লোরাইড, ভিটামিন [থায়ামিন মনোনিট্রেট (ভিটামিন বি-১), ভিটামিন ই সাপ্লিমেন্ট, নিয়াসিন (ভিটামিন বি-১), ভিটামিন 3), ক্যালসিয়াম প্যানটোথেনেট (ভিটামিন বি-5), ভিটামিন এ সাপ্লিমেন্ট, মেনাডিওন সোডিয়াম বিসালফাইট কমপ্লেক্স (ভিটামিন কে), পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড (ভিটামিন বি-6), রিবোফ্লাভিন সাপ্লিমেন্ট (ভিটামিন বি-2), ভিটামিন বি-12 সাপ্লিমেন্ট, বায়োটিন (ভিটামিন বি-৭), ফলিক অ্যাসিড (ভিটামিন বি-৯), ভিটামিন ডি-৩ সাপ্লিমেন্ট]। এটি বিড়ালের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে তোলে এবং এটি চিবানো অনেক সহজ।
Hill’s Science Diet Adult Tender Dinners Chunks & Gravy Cat Food
বিড়ালের জন্য প্রোটিন সমৃদ্ধ এবং ওজন নিয়ন্ত্রণে রাখার সেরা খাবার হলো Hill’s Science Diet Adult Tender Dinners Chunks & Gravy Cat Food. এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি একটি বিড়ালের খাবার। এটি প্রোটিনের এবং ভিটামিনের মিশ্রণে তৈরি একটি খবার যা বিড়ালকে সকল পুষ্টি উপাদান প্রদানের পাশাপাশি বিড়ালের পেশিগুলোকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এটি অনেক বেশি হজমযোগ্য হওয়ার কারণে এটি বিড়ালের পাচনতন্ত্রের জন্য দুর্দান্ত ভূমিকা পালন করে।
Wellness Complete Health Natural Canned Grain Free Wet Pate
টার্কি এবং স্যামন মাছের থেকে প্রাকৃতিকভাবে তৈরি বিড়ালের একটি সেরা খাবার হলো Wellness Complete Health Natural Canned Grain Free Wet Pate. এটি প্রচুর প্রোটিন সমৃদ্ধ একটি খাবার এটি বিড়ালের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা কে বৃদ্ধি করে। এটি বিড়ালের ত্বকের সুরক্ষার জন্য অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে। এটিতে কোন প্রকারের কৃত্রিম গন্ধ এবং রঙ ব্যবহার করা হয় না।
History
পৃথিবীর প্রাচীনতম বিড়ালের জাত গুলোর মধ্যে একটি হলো ব্রিটিশ শর্টহেয়ার বিড়াল। ধারণা করা হয় এই বিড়ালগুলোর উত্তপত্তি হয়েছে খ্রিস্টীয় প্রথম শতাব্দিতে। এই বিড়ালগুলোকে রোমানরা প্রথম আমদানি করেছিলো সাপ, ইঁদুর এবং পোকামাকড়ের থেকে রক্ষা পেতে। আর সেই সময় এই বিড়ালগুলো স্থানীয় ইউরোপীয় বন্য বিড়ালগুলোর সাথে প্রজনন করে। ১৮৭১ সালে লন্ডনের ক্রিস্টালে ওয়্যার দ্বারা আয়োজিত প্রথম ক্যাট শোতে ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালদের প্রদর্শন করা হয়। ১৯৭০ এর দশকে ব্রিটিশ শর্টহেয়ার ক্যাট ফ্যান্সিয়ারস অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল ক্যাট অ্যাসোসিয়েশন উভয়ের কাছেই স্বীকৃতি লাভ করে। বর্তমানে ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালগুলো সিএফএ, ফিফ, টিআইসিএ, এসিএফ, সিসিএ-এএফসি এবং জিসিসিএফ দ্বারা স্বীকৃত। জিসিসিএফ- ২০১৩ এর তথ্য অনুসারে ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালগুলো তাদের নিজ দেশের সবচেয়ে জনপ্রিয় বিড়াল।
Appendix
ব্রিটিশ শর্টহেয়ার বিড়ালগুলো অনেক বেশি সহজ সরল এবং মিশুক প্রকৃতির হওয়ায় এরা খুব সহজেই পরিবারের সকল সদস্য এবং অন্যান্য গৃহপালিত প্রাণীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে। এ-ই বিড়ালগুলো তুলনামুলকভাবে অন্যান্য গৃহপালিত বিড়ালদের থেকে অনেক বড় সাইজের হয়ে থাকে। তাই যাদের শান্তশিষ্ট, সহজ-সরল এবং বড় আকারের বিড়াল পছন্দ তাদের জন্য এটি একটি আদর্শ বিড়াল। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে ব্রিটিশ শর্টহেয়ার বিড়াল সম্পর্কে একটি বিস্তারিত এবং পূর্ণাঙ্গ তথ্য জানতে পেরেছেন। এর পরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।