ব্রিটিশ লং হেয়ার বিড়ালগুলো গ্রেট ব্রিটেনে উদ্ভুদ একটি গৃহপালিত বিড়ালের জাত। এই বিড়ালগুলো মাঝারি আকারের এবং আধা-কৌশিক লম্বা একটি বিরালের জাত। ব্রিটিশ লংহেয়ার বিড়ালেরা তাদের কোমল এবং প্রেমময় ব্যক্তিত্ব, নিটোল মুখ এবং স্বাধীন প্রকৃতির হওয়ার কারণে পরিবারের সকল ব্যক্তিদের কাছে শীর্ষ পছন্দের হয়ে উঠে। আজকের আর্টিকেলের মাধ্যমে ব্রিটিশ লংহেয়ার বিড়ালের যত্ন, স্বাস্থ্য, চিকিৎসা, ইতিহাস এবং ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন।
About
ব্রিটিশ লং হেয়ার বিড়ালগুলো হলো খাঁটি জাতের বিড়াল। এই বিড়ালগুলো তাদের সিঙ্গেল, পরিব\বার এবং অ্যাপার্টমেন্টে বসবাসকারী সকলের জন্য উপযুক্ত বিড়াল। নিন্মে ব্রিটিশ লংহেয়াল বিড়ালের আরও বেশ কিছু পরিচিতি উল্লেখ করা হলোঃ
- ব্রিটিশ লংহেয়ার বিড়ালগুলো স্বাধীন, স্নেহময় এবং বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে।
- ব্রিটিশ লংহেয়ার বিড়ালগুলো সাদা, কালো, ধূসর এবং বিস্তৃত রঙের হয়ে থাকে।
- একটি ব্রিটিশ লংহেয়ার বিড়ালের ওজন ৮-১৫ পাউন্ড হয়ে থাকে।
- ব্রিটিশ লংহেয়ার বিড়ালের উচ্চতা ১২-১৫ ইঞ্চি হয়ে থাকে।
- ব্রিটিশ লং হেয়ার বিড়ালের জীবনকাল ১০-১৫ বছরের হয়ে থাকে।
এছাড়াও এই বিড়ালগুলো মাঝারি আকারের হয়ে থাকে। এই বিড়ালগুলোর লম্বা চুলের কোট থাকে।
Health and Treatment
বিট্রিশ লংহেয়ার বিড়ালগুলো শর্টহেয়ার বিড়ালদের মতো একটি স্বাস্থ্যকর বিড়ালের জাত। তবে বিড়ালের অন্যান্য জাতদের মতো এই বিড়ালগুলোর ও বেশ কিছু স্বাস্থ্য সমস্যা থাকে। নিন্মে ব্রিটিশ লংহেয়ার বিড়ালগুলোর স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হলোঃ
Polycystic Kidney Disease
শর্টহেয়ার বিড়ালদের উত্তরাধীকার সূত্রে পাওয়া একটি রোগ হলো পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটি ব্রিটিশ শর্টহেয়ার এবং পার্সিয়ন জাতের বিড়ালদের মতো ব্রিটিশ লংহেয়ার বিড়ালদের একটি সাধারণ রোগ। সাধারণত এই রোগে আক্রান্ত বিড়ালদের কিডনিতে সিস্টের পরিমাণ দ্রুত বিকাশ লাভ করে। একটি প্রাপ্ত বয়ক্ত বিড়ালদের সাথে সাথে অল্প বয়সী বিড়ালদেরও মধ্যে হয়ে থাকে। এই রোগে আক্রান্ত হলে বিড়ালকে অবশ্যই চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই রোগটি নির্নয় করা হয়। সাধারণত ঔষুধ, খাবারের নিয়ন্ত্রন এবং থেরাপি প্রদানের মাধ্যমে এই রোগের চিকিৎসা প্রদান করা হয়।
Hypertrophic Cardiomyopathy
বিড়ালদের জন্য হৃদরোগের সবচেয়ে সাধারণ রুপ হলো হাইপার ট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এটি ব্রিটিশ লংহেয়ার শর্টহেয়ার উভয় বিড়ালেরই হবার সম্ভাবনা থাকে। সাধারণ এই রোগে আক্রান্ত বিড়ালের শ্বাস কষ্ট হওয়া, অলসতা , ওজন হ্রাস, অস্থিরতা এবং কাশির মতো লক্ষণ দেখা যায়। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। নিয়মিত কার্ডিয়াক আল্টাসাউন্ড করার মাধ্যমে এই রোগ শনাক্ত করা হয়। হারপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি রোগের কোন নিরাময় চিকিৎসা নেই তবে খাবার, ঔষুধ প্রদানের মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রনে রাখা সম্ভব।
OBCT (Obesity)
গৃহপালিত বিড়ালদের মধ্যে সবচেয়ে সাধারণ পুষ্টিজনিত স্বাস্থ্য সমস্যা হলো ওবিসিটি বা স্থূলতা। স্থুলতা বিড়ালদের আয়ু কমানোর পাশাপাশি হৃদরোগ এবং ডায়াবেটিসের কারণ হতে পারে। সাধারণত এই রোগে আক্রান্ত বিড়ালের পেট লক্ষনীয় ভাবে ফোলা দেখানো, হেলেদুলে চলফেরা, বিড়ালের পাজরের চর্বি অনুভব না করতে পারার মতো লক্ষণ দেখা যায়। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। সাধারণত ব্যায়াম, ঔষুধ এবং ডায়েটের মাধ্যমে এই রোগের চিকিৎসা প্রদান করা হয়।
Care
বিড়ালের বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে এবং বিড়ালের সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই নিয়মিত যত্ন নিতে হবে। নিন্মে ব্রিটিশ লংহেয়ার বিড়ালদের যত্ন নেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হলোঃ
- ব্রিটিশ লংহেয়ার বিড়ালগুলোর লম্বা লম্বা চুল থেকে তাই বিড়ালের কোটগুলোর জট এড়াত এবং কোট সুন্দর রাখতে প্রতি সপ্তাহে এক থেকে দুই বার ব্রাশ করাতে হবে।
- ব্রিটিশ লংহেয়ার বিড়ালগুলো অনেক বেশি দৌড়াতে এবং আহরোন করতে পছন্দ করে তাই এই বিরালগুলো খেলনা কিনে দিতে এবং ব্যায়াম করাতে হবে।
- বিড়ালের কানের রোগ থেকে রক্ষা করতে বিড়ালের কান পর্যবেক্ষণ করতে হবে এবং বিড়ালের কানে ময়লা থাকলে তা পরিষ্কার করতে হবে।
- বিড়ালদের নখগুলো পরিষ্কার রাখতে প্রতি সপ্তাহে অন্তত একবার নখগুলোকে ছেঁটে ছোট করে দিতে হবে।
- বিড়ালের দাঁতের এবং মাড়ির রোগ এড়াতে বিড়ালকে প্রতিদিন একবার হলেও দাঁত ব্রাশ করাতে হবে।
এছাড়াও বিড়ালের সুস্থতা নিশ্চিত করতে অবশ্যই বিড়ালকে প্রতিদিন রুটিন অনুযায়ী খাবার প্রদান করতে হবে। বাহিরের কোন কিছুর আক্রমণ থেকে বিড়ালকে রক্ষা করার জন্য অবশ্যই বিড়ালকে বাড়ির বাহিরে নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে।
Food and Nutrition
বিড়ালের দেহের সঠিক বৃদ্ধি এবং রোগ ক্ষমতাকে বাড়ানোর জন্য অবশ্যই সুষম খাদ্য প্রদান করতে হবে। বাজারে বিড়ালের জন্য অসংখ্য খাবার কিনতে পাওয়া যায়। নিন্মে বাজারের কয়েকটি সেরা খাবারের নাম উল্লেখ করা হলোঃ
Hills Science Diet Adult Indoor Dry Cat Food
প্রাক্তবয়স্ক বিড়ালদের জন্য একটি প্রিমিয়াম খাবার হলো হিলস সায়েন্স ডায়েট অ্যাডাল্ট ইনডোড় ক্যাট ফুড। এটি সব রকমের কৃত্রিম রঙ এবং গন্ধ না মিশিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়ে থাকে। এটি বিড়ালদের পেশি অনেক বেশি শক্তিশালী করে এবং বিড়ালের ইমিউন সিস্টেম কে সমর্থন করে। সাধারনত ১ থেকে ৬ বছর ওজনের বিড়ালদের জন্য একটি আদর্শ খাবার হিসেবে পরিচিত। এটিতে রয়েছে প্রাকৃতিক ফাইবার যা বিড়ালের হজম শক্তিকে বৃদ্ধি করে।
Advance Multi Cat Dry Cat Food Salmon and Chicken with Rice
প্রাপ্তবয়স্ক বিড়ালদের জন্য সুপার প্রিমিয়াম একটি খাবার হলো অ্যাডভান্স মাল্টি ক্যাট ড্রাই ক্যাট ফুড স্যামন এবং চিকেন উইথ রাইস। এই বিড়ালের সকল পুষ্টিচাহিদা পূরণ করে এবং বিড়ালকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এটিতে ব্যবহার করা হলো অ্যান্টিঅক্সিডেন্ট যা বিড়ালের ইমিউন সিস্টেম কে শক্তিশালী করতে সাহায্য করে। এটিতে ব্যবহার করে হয়েছে সাইলিয়াম ভুষি যা বিড়ালের চুলগুলকে পিচ্ছিল এবং সুন্দর রাখতে অনেক বেশি সাহায্য করে।
Royal Canin Indoor Adult Dry Cat Food
প্রাপ্ত বয়স্ক গৃহপালিত বিড়ালের জন্য একটি সেরা খাবার হলো রয়্যাল ক্যানিন ইনডোর অ্যাডাল্ট ড্রাই ক্যাট ফুড। এটি গৃহপালিত বিড়ালদের জন্য বিশেষভাবে তৈরি করা একটি খাবার। এটি অত্যন্ত হজমযোগ্য হওয়ার কারণে এটি বিড়ালের মলের গন্ধ কমাতে অনেক সাহায্য করে। এটি বিড়ালের ক্যালরির পরিমাণ পূরণের সাথে সাথে বিড়ালের অতিরিক্ত ওজন রোধ করে থাকে। এটিতে ব্যবহৃত ফাইবার বিড়ালের চুলের এবং ত্বকের গঠন সুন্দর করে।
History
ব্রিটিশ লংহেয়ার বিড়ালগুলো হলো ব্রিটিশ শর্টহেয়ার বিরালগুলোর লম্বা চুলের বিকাশিত একটি বিড়ালের জাত। ২০ শতকের মাঝামাঝি সময়ে আমদানি করা শর্টহেয়ার বিড়ালগুলোর সাথে লম্বা চুলের বিড়ালগুলো (তুর্কি অ্যাঙ্গোরা, পার্সিয়ান) এর সাথে আন্তঃপ্রজনন করা হয়েছিলো। আর এই হাইব্রিডাইজেশনের ফলে ব্রিটিশ লং হেয়ার বিড়ালের জন্ম হয়। বর্তমানে ব্রিটিশ লং হেয়ার বিড়ালগুলো টিআইসিএ, এফএফই দ্বারা স্বীকৃত একটি বিড়ালের জাত।
Appendix
ব্রিটিশ লংহেয়ার বিড়ালদের দাম তুলনামুলকভাবে অন্যান্য বিড়ালদের থেকে অনেক বেশি হয়ে থাকে। এই বিড়ালগুলো তাদের অসাধারণ ব্যক্তিত্বের কারণে খুব সহজেই বাড়ির সকল সদস্য এবং অন্যন্য গৃহপালিলত প্রানিদের সাথে খুব সহজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে ব্রিটিশ লংহেয়ার বিড়ালের সকল খুটিনাটি বিষয় সম্পর্কে একটি বিস্তারিত এবং পূর্ণাঙ্গভাবে জানতে পেরেছেন। এর পরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।