American Curl The Cat That Will Steal Your Heart

আমেরিকান কার্ল হলো গৃহপালিত বিড়ালের একটি জাত। এই বিড়ালগুলোকে এদের অস্বাভাবিক কান দ্বারা চিহ্নিত করা হয়। এদের কান গুলো মুখ থেকে মাথার খুলির পিছনের কেন্দ্রের দিকে কুকড়ে যায়। এই বিড়ালগুলো ক্যালিফোর্নিয়ার লেকউডে স্বতঃস্ফূর্ত মিউটেশনের মাধ্যমে উৎপত্তি হয়েছিল। আজকের আর্টিকেলের মাধ্যমে আমেরিকান কার্ল বিড়ালগুলোর স্বাস্থ্য চিকিৎসা, খাদ্য, যত্ন এবং চিকিৎসা সম্পর্কে একটি বিস্তারিত এবং সুনির্দিষ্ট আলোচনা করা হবে।

About

আমেরিকান কার্ল বিড়ালগুলোর তুলতুলে শরীর এবং কুঁচকানো কানের জন্য এটি সবচেয়ে সহজে শনাক্তকারী বিড়ালের প্রজাতি। এছাড়াও এই বিড়ালগুলোর বেশ কিছু পরিচিত রয়েছে। নিন্মে আমেরিকান কার্ল বিড়ালদের পরিচিতি গুলো উল্লেখ করা হলোঃ 

 

  • আমেরিকান কার্ল বিড়ালগুলো স্নেহময়, সহজ সরল, অনুসন্ধানী এবং বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্বের হয়ে থাকে। 
  • আমেরিকান কার্ল পুরুষ বিড়ালের ওজন ৭ থেকে ১০ পাউন্ডঃ এবং মহিলা বিড়ালের ওজন ৪ পাউন্ডের হয়ে থাকে। 
  • একটি প্রাপ্ত বয়স্ক আমেরিকান শর্টহেয়ার বিড়ালের দৈর্ঘ্য ১৮ থেকে ২০ ইঞ্চি লম্বা হয়ে থাকে। 
  • আমেরিকান কার্ল বিড়ালদের কোটগুলো ছোট, বড় উভয় চুলের হয়ে থাকে। 
  • আমেরিকান কার্ল বিড়ালদের কোটগুলো কালো, সাদা, ধূসর, বাদামী এবং লাল রঙের হয়ে থাকে। 

 

এছাড়া আমেরিকান কার্ল বিড়ালগুলোর চোখগুলো অ্যাম্বার, অ্যাকোয়া, নীল, তামা, সবুজ, সোনা, হ্যাজেল, কমলা এবং হলুদ রঙের হয়ে থাকে। একটি আমেরিকান কার্ল বিড়ালের গড় আয়ু সাধারণত ১০ থেকে ১৮ বছরের হয়ে থাকে। 

Health and Treatment

অন্যান্য বিড়ালের জাতের ন্যায় আমেরিকান কার্ল বিড়ালদেরও বেশ কিছু স্বাস্থ্য সমস্যা থাকে। নিন্মে আমেরিকান কার্ল বিড়ালদের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে বর্ণনা করা হলোঃ 

Polycystic Kidney Disease

বিড়ালদের একটি জেনেটিক রোগ হলো পলিসিস্টিক কিডনি রোগ। এটি বিড়ালের কিডনিতে সিস্টের পরিমান এবং সংখ্যা বৃদ্ধি করে দেয়। আর সিস্টের বৃদ্ধির সাথে সাথে তারা কিডনির অস্বাভাবিক টিস্যুকে আচ্ছন্ন করে ফেলে যার ফলে কিডনি ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগে আক্রান্ত বিড়ালের অত্যাধিক তৃষ্ণা, ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা, অলসতা এবং বমিতে রক্তের মতো লক্ষণ দেখা যায়। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। সাধারণত খাবারের নিয়ন্ত্রন, তরল থেরাপি এবং প্রেসক্রিপশনের ঔষধের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। 

 

Heartworm

বিড়ালদের জন্য একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হলো হার্টওয়ার্ম। এই রোগটি মশার মাধ্যমে ছড়ায়। হার্টওয়ার্ম বিড়ালের ইমিউন সিস্টেম, ফুসফুস এবং হার্টকে প্রভাবিত করে। হার্টওয়ার্মে আক্রান্ত বিড়ালের ওজন কমে যাওয়া, বমি ও ডায়রিয়া, অলসতা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখাঁ যায়। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের নিকটে যেতে হবে। সাধারণত অস্ত্রোপচার, শিরায় তরল থেরাপি, অক্সিজেন থেরাপি, কার্ডিওভাসকুলার ঔষুধ এবং অ্যান্টিবায়োটিক প্রদানের মাধ্যেমে এই রোগের চিকিৎসা করা হয়। 

Feline Lower Urinary Tract Disease (FLUTD)

বিড়ালদের সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটি হলো ফেলাইন লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ডিজিজ (FLUTD)। বিড়ালের মূত্রাশয়ের গঠনে বা ফাংশনে কোন প্রকারের ত্রুটি হয়ে থাকে সাধারণত এই রোগটি হয়ে থাকে। এই রোগে আক্রান্ত বিড়ালের বেদনাদায়ক প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব, রক্তাক্ত প্রস্রাব, যৌনাঙ্গ ঘন ঘন চাটার মতো লক্ষণ দেখা যায়। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। অতিরিক্ত ওজন এবং শুকনো খাবার খাওয়া বয়স্ক বিড়ালদের এই রোগে আক্রান্ত হওয়ার প্রবনতা বেশি থাকে। বিড়ালের স্বাস্থ্য সমস্যা এবং লক্ষণগুলোর উপরে এই রোগের চিকিৎসা বনির্ভর করে। সাধারণত তরল থেরাপি, খাবারের পরিবর্তন এবং ক্যাথেটারাইজেশনের মাধ্যমে এই রোগের চিকিৎসা প্রদান করা হয়। 

 

Care

বিড়ালকে রোগ থেকে রক্ষা করতে এবং বিড়ালকে সুরক্ষিত রাখতে অবশ্যই যত্ন নিতে হবে।নিন্মে আমেরিকান কার্ল বিড়ালের যত্ন নেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হলোঃ 

 

  • আমেরিকান কার্ল বিড়ালদের শর্ট এবং লং উভয় ধরণেরই চুল হয়ে থাকে। তাই কোটের মরা চুল অপসারণ এবং কোটকে পরিপাটি রাখতে অবশ্যই ব্রাশ করাতে হবে। 
  • বিড়ালকে কানের রোগ থেকে রক্ষা করতে প্রতি সপ্তাহে কান পর্যবেক্ষণ করতে হবে এবং কানের মধ্যে কোন ময়লা থাকলে তা পরিষ্কার করতে হবে।
  • বিড়ালকে দাঁত এবং মাড়ির রোগ থেকে রক্ষা করতে অবশ্যই প্রতিদিন বিড়ালকে দাঁত ব্রাশ করাতে হবে। 
  • বিড়ালের শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য প্রতিদিন ৩০ থেকে ৬০ মিনিট খেলাধুলা এবং ব্যায়াম করাতে হবে। 
  • বিড়ালকে সর্বদা পরিষ্কার পরিছন্ন রাখতে বিড়ালের নখগুলো প্রতি সপ্তাহে অন্তত একবার ছেঁটে দিতে  হবে। 

 

এছাড়াও বিড়ালকে প্রতিদিন রুটিন অনুযায়ী খাবার দিতে হবে এবং বিড়ালকে বাহিরের আঘাত থেকে রক্ষা করতে বিড়ালকে বাসার মধ্যেই রাখতে হবে।   

Food and Nutrition

বিড়ালের দেহের সুষম বৃদ্ধি এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য বিড়ালকে প্রতিদিন সুষম খাবার খাওয়াতে হবে। নিন্মে আমেরিকান কার্ল বিড়ালের জন্য সেরা কয়েকটি খাবারের নাম উল্লেখ করা হলোঃ 

Purina Beyond Grain-Free Turkey, Sweet Potato & Spinach Recipe

বিড়ালের জন্য অন্যতম এবং সেরা একটি শুকনো খাবার হলো Purina Beyond Grain-Free Turkey, Sweet Potato & Spinach Recipe. এটিতে মুল উপাদান হিসেবে রয়েছে আসল মাংস, ভুট্টা, গম, সয়াবিন। এটিতে পুষ্টি উপাদান হিসেবে রয়েছে প্রোটিন ৯%, চর্বি ২% এবং ফাইবার ১%। এটি প্রাপ্ত বয়স্ক বিড়ালদের জন্য একটি আদর্শ খাবার। এটি অত্যন্ত হজমযোগ্য একটি খাবার। এটিতে সম্পূর্ণ রুপে শস্য মুক্ত এবং কার্বোহাইড্রেড মুক্ত একটি খাবার। এটি বিড়ালের সকল পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বিড়ালের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। 

Wellness Complete Health Pate Chicken Entree Grain-Free Canned Cat 

প্রাপ্ত বয়স্ক বিড়ালদের জন্য মুরগি থেকে তৈরি একটি টিনজাত খাবার হলো Wellness Complete Health Pate Chicken Entree Grain-Free Canned Cat.  এটিতে উপাদান হিসেবে রয়েছে গরুর মাংস, মুরগির মাংস, সালমন এবং টার্কি। এটিতে পুষ্টি উপাদান হিসেবে রয়েছে প্রোটিন ১০.৫%, চর্বি ৭% এবং ফাইবার ১%। এটি বিড়ালের জন্য অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এটি সম্পূর্ণ শস্য মুক্ত খাবার হলেও এটি বিড়ালের সকল পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম একটি খাবার। এটি বিড়ালের আর্দ্রতা গ্রহণ বাড়াতে অনেক বেশি  সাহায্য করে। 

Smalls Fresh Ground Bird Food

পাখির থেকে তৈরি প্রাপ্ত বয়স্ক বিড়ালের জন্য অন্যতম সেরা একটি খাবার হলো  Smalls Fresh Ground Bird Food.  এটি বিড়ালের জন্য একটি প্রিমিয়াম ক্যাটাগরির একটি খাবার। এটিতে পুষ্টি উপাদান হিসেবে রয়েছে প্রোটিন ২১%, চর্বি ৮.০৫% এবং ফাইবার ০.৪%। এটি কৃত্রিম রঙ এবং স্বাদ মুক্ত একটি খাবার। এটি প্রচুর প্রোটিন এবং চর্বি সমৃদ্ধ একটি খাবার। এটি বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিড়ালের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে। 

 

History

১৯৮১ সালের জুন মাসে ক্যালেফর্নিয়ার লেকউডে রুগাসের দরজায় প্রথম আমেরিকান কার্ল বিড়ালগুলো স্ট্রে হিসেবে আবির্ভূত হয়। ১৯৮৬ সালে আমেরিকান কার্ল বিড়ালকে প্রথমবারের মতো একটি ক্যাট শোতে প্রদর্শিত করা হয়। ১৯৯২ সালে লম্বা চুলের আমেরিকান কার্ল বিড়ালকে দ্য ইন্টারন্যাশনাল ক্যাট অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশীপের মর্যাদা দেওয়া হয়। ১৯৯৯ সালে আমেরিকান কার্ল বিড়ালকে ক্যাট ফ্যান্সিয়ারস অ্যাসোসিয়েশন থেকে চ্যাম্পিয়নশীপের মর্যাদা দেওয়া হয়। বর্তমানে আমেরিকান কার্ল বিড়ালগুলো সিএফএ, টিআইসিএ এবং সিসিএ দ্বারা স্বীকৃত একটি বিড়ালের জাত। 

Appendix

আমেরিকান কার্লগুলো তাদের বন্ধুত্বপূর্ণ এবং স্নেহময় ব্যাক্তিত্বের জন্য খুব সহজেই পরিবারের সকল সদস্য এবং অন্যান্য গৃহপালিত প্রাণিদের সাথে সু সম্পর্ক গড়ে তোলে। এই বিড়ালগুলো তাদের কানের জন্য অনেক বেশি পরিচিত। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আমেরিকান কার্ল বিড়ালের সকল খুটিনাটি ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত এবং সুনির্দিষ্ট তথ্য জানতে পেরেছেন। এর পরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

 

Share with friends and families

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *