Rescue Cats and Save Lives

Rescue Cats and Save Lives

আপনার বিড়ালের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং আপনাকে একটা পার্সোনালাইজড লাক্সারিয়াস সার্ভিস দেওয়ার উদ্দ্যেশেই Kitty Kitchen এর জন্ম।

বিড়ালরও বিপদে পড়ে

আমরা মাঝে মধ্যে বিপদে পড়ি। আমাদের মতোই আদুরে বিড়ালগুলোও বিভিন্ন সময়ে বিপদে পড়ে থাকে। কখনো রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপা পড়ে আহত হয়। ছোট্ট শরীরটাতে ভারী কিছু পড়ে ব্যথা পায়। কাঁচ, ছুরি বা অন্যান্য ধারালো জিনিস শরীরে লেগে কাটা-ছেড়া যায়। কখনো ড্রেনে বা লেকে পড়ে যায়। কখনো দুষিত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিড়ালরা আবার নিজেদের সাথে বা অন্য প্রাণিদের সাথে লড়াই করেও আহত হয়। এমন আরও অনেকভাবে তারা বিপদে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে তারা নিজে নিজে বিপদ থেকে সেরে উঠতে পারলওে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাহায্য প্রয়োজন হয়। অনেক সময় আমরা মানুষরা তাদের বিপদে দেখে দুঃখিত হলেও ব্যক্তিগত ব্যস্ততাসহ বিভিন্ন কারণে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারি না। ফলে অনেকসময় নিষ্পাপ বিড়ালগুলোর অপূরণীয় ক্ষতি হয়ে যায়, এমনকি প্রাণও হারায়। তাই Rescue Cats and Save Lives সেবার মাধ্যমে Kitty Kitchen বিপদগ্রস্ত বিড়ালদের উদ্ধার করবে। এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে তাদের জীবন বাঁচাবে।

আমাদের দায়িত্ব

আমরা মানুষরা সৃষ্টির সেরা জীব। আমরা আমাদের সমস্যা নিজেরা সমাধান করতে সক্ষম। বিড়ালরাও আমাদের মতো বিপদে পড়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, রোগ-বালাই বিভিন্ন কারণে তারা আহত বা অসুস্থ হতে পারে। কিন্তু বিড়ালরা সবসময় নিজেরা বিপদ থেকে বেরিয়ে আসতে পারে না। আমাদের সহযোগীতা প্রয়োজন হয়। তারা আমাদেরকে মুখে বলতে পারে না ঠিকই কিন্তু মন থেকে আমাদের সাহায্য আশা করে। আমরা মানুষরা যেমন একে অপরের বিপদে এগিয়ে আসি তেমনই আদুরে বিড়ালগুলোর বিপদে এগিয়ে আসাও আমাদের দায়িত্ব। এই ছোট্ট প্রাণিগুলো আমাদের সন্তানেরই মতো। তাদের বিপদ-আপদে আমরা পাশে না দাঁড়ালে নিষ্পাপ বিড়ালগুলোর জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই আমাদের উচিৎ তাদের বিপদ থেকে উদ্ধার করা। জরুরী চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা। এবং প্রয়োজনে স্থায়ী ও নিরাপদ আশ্রয়ে রাখা।

সাহায্যের হাত

বিপদে থাকা বিড়ালগুলো আমাদের কাছ থেকে সহযোগীতা কামনা করে। তাদের জীবন বাঁচানোর জন্য একটি সাহায্যের হাত প্রয়োজন। এই সাহায্যের হাতটাই Kitty Kitchen বাড়িয়ে দিয়েছে। আমরা তাদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবো। এবং তাদের নিরাপদ আশ্রয় দেব। তবে এটা আমাদের একার পক্ষে সম্ভব না। আপনার সহযোগীতা প্রয়োজন। যদি কখনো কোনো বিড়ালকে বিপদগ্রস্ত অবস্থায় দেখতে পান এবং আপনার পক্ষে উদ্ধার করা বা সাহায্য করা সম্ভব না হয় তাহলে আমাদেরকে জানাবেন। আমাদের রেস্কিউ টিম অতি দ্রুত সেখানে পৌঁছে যাবে।

মানবিক বিশ্ব তৈরিতে অংশগ্রহণ

বিপদগ্রস্ত বিড়ালদের জন্য আমাদের সহযোগীতা শুধুমাত্র তাদের জীবনই রক্ষা করবে না বরং অন্যদের মাঝেও দয়া ও ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দেবে। মানুষের অনেক কিছুই করার ইচ্ছা থাকে কিন্তু পর্যাপ্ত উৎসাহ না পেলে করতে পারে না। আমাদের বিশ্বাস অন্যরা আমাদের কার্যক্রম দেখে বিপদগ্রস্ত বিড়ালগুলোর পাশে দাঁড়ানোর উৎসাহ পাবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অসংখ্যা মানুষ আমাদের এই সেবার দ্বারা অনুপ্রাণিত হবে। এভাবে প্রতিনিয়ত প্রিয় বিড়ালদের জন্য মানুষের মনে সহানুভূতি ছড়াতে থাকবে। আর সকলে ধীরে ধীরে আদুরে বিড়ালগুলোর কল্যাণে এগিয়ে আসতে থাকবে এবং এভাবেই প্রিয় বিড়ালদের জন্য মানবিক বিশ্ব তৈরি হবে।

caring cat

পরিশেষে

দুঃস্থ বিড়ালদের উদ্ধার করে তাদের জীবন বাঁচানো আমাদের সকলেরই দায়িত্ব। তাই এটি আমাদের সার্ভিস গুলোর একটি। তবে এই কাজ আমরা একা করতে পারবো না। আপনার সহযোগীতা লাগবে। যদি কোনো বিড়ালকে কোথাও বিপদগ্রস্ত অবস্থায় খুঁজে পান কিন্তু তাকে সাহায্য করা সম্ভব হচ্ছে না, তাহলে একটি উপকার করতেই পারবেন। আর তা হলো আমাদের সাথে যোগাযোগ করা। আমাদেরকে জানানো মাত্রই আমাদের রেস্কিউ টিম অতিদ্রুত যথাস্থানে পৌঁছে যাবে। আমরা বিড়ালটিকে উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা করে একটি নতুন জীবন উপহার দেওয়ার চেষ্টা করবো।