গৃহপালিত বিড়ালের একটি জাত হলো আমেরিকান শর্টহেয়ার বিড়াল। এই বিড়ালগুলোকে মূলত ইঁদুরের অত্যাচার থেকে মূলয়বান পণ্যসামগ্রীকে রক্ষা করার জন্য উত্তর আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছিল। অনেকেই বিশ্বাস করেন যে এই বিড়ালগুলো ইউরোপীয় বিড়ালদের বংশধর। ক্যাট ফ্যান্সিয়ারস অ্যাসোসেয়েশনের মতে ২০২০ সালে এটি ছিলো বিশ্বের ৮ম জনপ্রিয় বিড়াল। আজকের আর্টিকেলের মাধ্যমে আমেরিকান শর্টহেয়ার বিড়ালদের যত্ন, স্বাস্থ্য চিকিৎসা এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
About
আমেরিকান শর্টহেয়ার হলো একটি মৃদু প্রকৃতির মাঝারি আকারের বিড়াল। এছাড়াও এই বিড়ালগুলোর বেশ কিছু পরিচিতি রয়েছে। নিন্মে আমেরিকান শর্টহেয়ার বিড়ালের পরিচিতি গুলো উল্লাখ করা হলোঃ
- আমেরিকান শর্টহেয়ার বিরালগুলো নম্র, স্নেহময়, সহজ সরল এবং কৌতূহলী ব্যক্তিত্বের বিড়াল।
- আমেরিকান শর্টহেয়ার পুরুষ বিড়ালের ওজন ১১ থেকে ১৫ পাউন্ডের হয়ে থাকে আর মহিলা বিড়ালদের ওজন ৬ থেকে ১২ পাউন্ডের হয়ে থাকে।
- আমেরিকান শর্টহেয়ার বিড়ালের দৈর্ঘ্য ১২ থেকে ১৫ ইঞ্চি লম্বা হয়ে থাকে।
- আমেরিকান শর্টহেয়ার বিড়ালের কোটের চুলগুলো ছোট হয়ে থাকে।
- আমেরিকান শর্টহেয়ার বিড়ালের কোট গুলো সাদা, রুপালী, কালো, ক্রিম, নীল, বাদামী এবং লাল রঙের হয়ে থাকে।
এছাড়াও আমেরিকান শর্টহেয়ার বিড়ালগুলোর চোখ হ্যাজেল, সোনালী, নীল এবং সবুজ রঙের হয়ে তাকে। একটি আমেরিকান শর্টহেয়ার বিড়ালের আয়ু ১৫ থেকে ২০ বছরের হয়ে থাকে।
Health and Treatment
অন্যান্য বিড়ালের প্রজাতির মতো আমেরিকান শর্টহেয়ার বিড়ালদেরও বেশ কিছু স্বাস্থ্য সমস্যা থাকে। নিন্মে আমেরিকান শর্টহেয়ার বিড়ালদের স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্ক বর্ণনা করা হলোঃ
Feline Lower Urinary Tract Disease
বিড়ালদের মুত্রনালীর একটি সাধারণ রোগ হলো ফেলাইন লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ডিজিজ। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে তবে এই অতিরিক্ত ওজন, শুষ্ক খাদ্য এবং মানসিক পরিবেশগত কারণে বিড়ালের এই রোগ টি হয়ে থাকে। এই রোগে আক্রান্ত বিড়ালের ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে রক্ত, লিটার বক্সের বাহিরে প্রস্রাব করা এবং যৌনাঙ্গ চাটার মতো লক্ষণ দেখা যায়। এই লক্ষণ গুলা দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে।
Hyperthyroidism
বয়স্ক বিড়ালের একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা হলো হাইপারথাইরয়েডিজম। এই রোগে আক্রান্ত বিড়ালের ক্ষুধা বৃদ্ধি, অতাধ্যিক তৃষ্ণা, ঘন ঘন প্রস্রা, বমি, ডায়রিয়া এবং দুর্বলতার মতো লক্ষণ দেখা যায়। এই রোগতি ধীরে ধীরে বিকশিত হতে থাকে বিধায় লক্ষণ গুলো ধীরে ধীরে পরিলক্ষিত হয়। এই রোগের লক্ষণ গুলো দেখা দিলেই বিড়ালকে চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। বিড়াল এই রোগে আক্রান্ত হলে উচ্চরক্ত, হৃদরোগ এবং আরও অনেক সমস্যার সন্মুক্ষিন হওয়ার সম্ভাবনা থাকে।
Polycystic Kidney Disease
আমেরিকান শর্টহেয়ার বিড়ালদের একটি জেনেটিক রোগ হলো পলিসিস্টিক কিডনি রোগ। এটি বিড়ালদের লিভারে সিস্টের পরিমাণ বৃদ্ধি করে। এই রোগে আক্রান্ত বিড়ালের ওজন হ্রাস, অত্যাধিক তৃষ্ণা, বমির মতো লক্ষণ পরিলক্ষিত হয়। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। পলিসিস্টিক কিডনি রোগের কোন নিরাময় নেই তবে এটি প্রোপার ডায়েট এবং ঔষধ প্রদানের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়।
Care
বিড়ালকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে এবং বিড়ালের সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই প্রতিদিন বিড়ালের যত্ন নিতে হবে। নিন্মে আমেরিকান শর্টহেয়ার বিড়ালের যত্ন নেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হলোঃ
- আমেরিকান শর্টহেয়ার বিড়ালগুলোর কোটের চুল অনেক ছোট হয়ে থাকে। তাই রেগুলার কোটগুলোকে ব্রাশ করানোর দরকার নেই তবে বিড়ালগুলোর কোটের মরা চুল এড়াতে এবং কোটগুলো কে পরিপাটি রাখতে প্রতি সপ্তাহে একদিন ব্রাশ করাতে হবে।
- বিড়ালের দাঁত এবং মাড়ির রোগ এড়াতে বিড়ালকে প্রতিদিন দাঁত ব্রাশ করাতে হবে।
- বিড়ালকে কানের রোগ থেকে রক্ষা করতে প্রতি সপ্তাহে অন্তত একদিন বিড়ালের কান পর্যবেক্ষণ করতে হবে এবং কানে ময়লা থাকলে সেগুলা পরিষ্কার করতে হবে।
- বিড়ালের শারীরিক বিকাশ বজায় রাখতে এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে প্রতিদিন বিড়ালকে খেলতে এবং ব্যায়াম করাতে হবে।
- বিড়ালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহে একদিন বিড়ালের নখগুলো ছেঁটে দিতে হবে।
এছাড়াও বিড়ালকে প্রতিদিন রুটিন অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাবার খেতে দিতে হবে এবং বিড়ালকে বাহিরের আক্রমণ থেকে রক্ষা করতে বিড়ালকে বাড়ির মধ্যে রাখতে হবে।
Food and Nutrition
বিড়ালের সঠিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কে বৃদ্ধির জন্য অবশ্যই বিড়ালকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। নিন্মে আমেরিকান শর্টহেয়ার বিড়ালের জন্য সেরা কয়েকটি খাবারের নাম উল্লেখ করা হলোঃ
Feline Natural Grain-Free New Zealand Chicken & Venison
শস্য মুক্ত আমেরিকান শর্টহেয়ার বিড়ালের জন্য আদর্শ শুকনো খাবার হলো Feline Natural Grain-Free New Zealand Chicken & Venison. এটিতে প্রধান উপাদান হিসেবে রয়েছে মুরগি, মুরগির কিডনি, ভেনিসনের লিভার এবং কিডনি। এটিতে পুষ্টি উপাদান হিসেবে রয়েছে প্রোটিন ৫৪.৪৩%, চর্বি ২৮.৫৭%, কার্বোহাইড্রেট ৭.৪৩%। এটি বিড়ালের জন্য অত্যন্ত স্বাস্থ্য কর একটি খাবার। এটি বিড়ালের যৌন এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি কার্যকারী খাবার। এটি বিড়ালের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিড়ালের ইমিউন সিস্টেম কে অনেক বেশি শক্তিশালী করে। তবে এই খাবারের একটি অসুবিধা হলো এই খাবারটি তুলনামুলক ভাবে বাজারের অন্যান্য খাবারের থেকে একটু বেশি দামি।
Dr. Elsey’s clean protein Chicken
বিড়ালের খাবারগুলো মধ্যে বাছাইকৃত একটি খাবার হলো Dr. Elsey’s clean protein Chicken. এটি মুল উপাদান হিসেবে রয়েছে মুগরি, ডিম, জেলটিন। এটি তে পুষ্টি উপাদান হিসেবে রয়েছে প্রোটিন ৬৭.০৫%, চর্বি ২০.৪৫%। এটি অনেক প্রোটিন সমৃদ্ধ একটি খাবার তাই এটি বিড়ালের পেশিগুলোকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এটিতে থাকে অ্যামিনো এসিড বিড়ালের ত্বককে অনেক বেশি সতেজ রাখতে সাহায্য করে। এটিতে প্রচুর ভিটামিন এবং পুষ্টি রয়েছে তবে এটিকে কোন প্রকারের এনজাইম বা প্রোবায়োটিক নেই।
Vital Essentials Mini Patties Rabbit
ছোট বিড়ালদের জন্য বাজারের সবচেয়ে সেরা একটি আদ্র-শুকনো খাবার হলো Vital Essentials Mini Patties Rabbit. এটির প্রধান উপাদান হিসেবে রয়েছে খরগোশ, খরগোশের হৃদপিন্ড, খরগোশের লিভাব এবং খরগোশের ফুসফুস। এটিতে পুষ্টি উপাদান হিসেবে রয়েছে প্রোটিন ৫৬.৫২%, চর্বি ১৬.৩% এবং কার্বো হাইড্রেড ১৪.১৩%।এটি বিড়ালছানাদের জন্য একটি অত্যন্ত উপযুক্ত খাবার। এটি বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিড়ালের ত্বককে অনেক বেশি সতেজ রাখে। এটি বিড়ালদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে । এটি বিড়ালছানার জন্য অত্যন্ত সুস্বাদু এবং এটি হজমযোগ্য একটি খাবার।
History
উত্তর আমেরিকায় ইউরোপীয় বসতি স্থাপনকারীরা তাদের সাথে অনেক কিছু নিয়ে এসেছিলো যার মধ্যে একটি ছিলো আমেরিকান শর্টহেয়ার বিড়াল। তারা মুলত ইঁদুরের অত্যাচার থেকে নিজেদের মুল্যবাল মালামাল কে রক্ষা করার উদ্দেশ্যেইই এই বিড়ালগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছিলো। ২০ শতকের গোড়ার দিকে এই বিড়ালগুলোর সেরা গুণাবলি বিকাশিত করা জন্য প্রজনন প্রোগ্রাম প্রতিষ্ঠা করা হয়। আমেরিকান শর্টহেয়ার হলো একটি পেড্রিগি বিড়ালের প্রজাতি। এই বিড়ালগুলো মূলত ডোমেস্টিক শর্টহেয়র নামে পরিচিতি ছিলো ১৯৬৬ সালে এই জাতটির নামে পরিবর্তন করে আমেরিকান শর্টহেয়া রাখা হয়েছিল। আমেরিকান শর্টহেয়ার বিড়ালগুলো ১৯০৬ সালে সিএফএ কর্তৃক নিবন্ধিত একটি বিড়ালের জাত। বর্তমানে সিসিএ, এএফসি, টিআইসিএ দ্বারা স্বীকৃত একটি বিড়ালের জাত।
Appendix
আমেরিকান শর্টহেয়ার বিড়ালগুলো পরিবারের সকল সদস্য এবং গৃহপালিত প্রাণিদের সাথে খুব সহজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে। এই বিড়ালগরাল্র তাদের মিস্টি, সহজ সরল, কৌতুললী এবং স্নেহময় ব্যক্তিত্বের কারণে অনেকেরই প্রিয় বিড়াল। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আমেরিকান শর্টহেয়ার বিড়ালের যত্ন, স্বাস্থ্য চিকিৎসা এবং ইতিহাস সম্পর্কে একটি সঠিক এবং বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এরপরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।