বীরমান হলো বিড়ালের একটি গৃহপালিত জাত যেটিকে বার্মার পবিত্র বিড়াল ও বলা হয়। বীরমান বিড়ালগুলো লম্বা চুলের বিড়াল যাদের সিল্কি কোট, গভীর নীল চোখ থাকে। বীরমান নামটি বার্মার ফার্সি রুপ Birmanie থেকে নেওয়া হয়েছে। বিড়ালগুলো নম্র,শান্ত এবং প্রেমময় ব্যক্তিত্বের জন্য অনেকের কাছেই প্রিয় বিড়াল। আজকের আর্টিকেলের মাধ্যমে বীরমান বিড়ালের যত্ন চিকিৎসা ইতিহাস ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত এবং সুনির্দিষ্ট আলোচনা করা হবে।
About
বীরমান বিড়ালগুলো সিল্কি লম্বা চুল এবং মাঝারি সাইজের বিড়াল,। এই বিড়ালগুলোর বেশ কিছু পরিচিতি রয়েছে। নিন্মে বীরমান বিড়ালের পরিচিতি গুলো উল্লেখ করা হলোঃ
- বীরমান বিড়ালদের আরেক নাম হলো বার্মার পবিত্র বিড়াল।
- বীরমান বিড়ালগুলো সাধারণত নম্র, শান্ত এবং প্রেমময় ব্যক্তিত্বের হয়ে থাকে।
- বীরমান বিড়ালের ওজন প্রায় ৭ থেকে ১৪ পাউন্ডের হয়ে থাকে।
- বীরমান বিড়ালের দৈর্ঘ্য ১৫ থেকে ১৮ ইঞ্চি লম্বা হয়ে থাকে।
- বীরমান বিড়ালদের কোট মাঝারি-লম্বা সাইজের হয়ে থাকে
- বিরমান বিড়ালদের কোট সীল বিন্দু, নীল বিন্দু, চকলেট পয়েন্ট, লিলাক পয়েন্ট, সীল ট্যাবি পয়েন্ট, ক্রিম ট্যাবি পয়েন্ট এবং ব্লু ক্রিম রঙের হয়ে থাকে।
এছাড়াও বীরমান বিড়ালগুলোর চোখ নীল রঙের হয়ে থাকে। এই বিড়ালগুলোর জীবনকাল ১২ থেকে ১৬ বছরের হয়ে থাকে।
Health and Treatment
বীরমান বিরালগুলো একটি প্রাকৃতিক বিড়ালের জাত হলেও এই বিড়ালগুলোর অন্যান্য বিড়ালদের মতো বেশ কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে। নিন্মে বীরমান বিড়ালদের স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে বর্ণনা করা হলোঃ
Kidney Disease
বীরমান বিড়ালদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য সমস্যা হলো কিডনি রোগ। বীরমান বিড়ালদের মধ্যে অন্যতম বংশগত কিডনি রোগ হলো পলিসিস্টিক কিডনি রোগ। এই রোগের কারণে বিড়ালের কিডনি ব্যর্থ হতে পারে এবং সর্বশেষ মৃত্যু হতে পারে। এই রোগে আক্রান্ত বিড়ালের ওজন হ্রস পাওয়া, বমি হওয়া, অতিরিক্ত প্রস্রাব এর মতো বেশকিছু লক্ষণ পরিলক্ষিত হয়।এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। সঠিক খাবার এবং ঔষধ প্রদানের মাধ্যমে এই রোগের চিকিৎসা প্রদান করা হয়।
Hemophilia
বীরমান বিড়ালদের জন্য অন্যতম সম্ভাবনা পূর্ণ একটি রোগ হলো হিমোফিলিয়া বি। এটি বিড়ালের একটি জেনেটিক ব্যাধি যা বিড়ালের রক্তের অস্বাসভাবিক জমাট বাধায়। এর ফলে বিড়ালের বিড়ালের অত্যাধিক রক্তপাত এবং ক্ষত হবার সম্ভাবনা থাকে। সেই সাথে মস্তিস্ক, অন্ত্র বা অন্যান্য অঙ্গের অভ্যন্তরীণ রক্তপাত হবার সম্ভাবনা থাকে। এই রোগে আক্রান্ত বিড়ালকে অবশ্যই চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। এই রোগে বর্তমানে কোন নিরাময় যোগ্য চিকিৎসা নেই তবে ঔষধ এবং খাবারের মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রনে রাখা যায়।
Hypotrichosis
বীরমান বিড়ালকে প্রাভাবিত করতেপারে এমন একটি স্বাস্থ্য সমস্যা হলো হাইপোট্রিকোসিস। এটি বিড়ালের একটি জেনেটিক রোগ। এই রোগে আক্রান্ত বিড়ালেরা সাধারণত লোমহীন ভাবে জন্ম নেয়। আজ অব্দি এই রোগের কোন প্রতিকার নেই তাই আক্রান্ত বিড়ালেরা জন্মের চার মাসের মধ্যেই মারা যায়।
Care
বিড়ালকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রকমের রোগ থেকে রক্ষা করতে বিড়ালের যত্ন নিতে হবে। নিন্মে বীরমান বিড়ালদের যত্ন নেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হলোঃ
- বীরমান বিড়ালদের কোটের চুলগুলো মাঝারি সাইজের লম্বা হয়ে থাকে। তাই এই চুলের যত্ন নিতে প্রতি সপ্তাহে একবার ব্রাশ করাতে হবে।
- বীরমান বিড়ালগুলো মাঝারি সাইজের বিড়াল হলেও এই বিড়াল গুলো খেলতে পছন্দ করে তাই বিড়ালকে খেলনা কিনে দিতে হবে।
- বীরমান বিড়ালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিড়ালের নখগুলো প্রতি সপ্তাহে ছেঁটে দিতে হবে।
- বিড়ালকে কানের রোগ থেকে রক্ষা করতে প্রতি সপ্তাহেই কান পর্যবেক্ষণ করতে হবে এবং কানের মধ্য ময়লা থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে।
- বিড়ালের দাঁত ও মাড়ির রোগ এড়াতে বিড়ালকে প্রতিদিন দাঁত ব্রাশ করাতে হবে।
বিড়ালের দেহের সঠিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে প্রতিদিন রুটিন অনুযায়ী বিড়ালকে সুষম খাদ্য খাওয়াতে হবে। বিড়ালকে বাহিরের কোন কিছুর আক্রমণ এবং আঘাত থেকে রক্ষা করতে বিড়ালকে বাড়ির মধ্যেই রাখতে হবে।
Food and Nutrition
বিড়ালের সঠিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য অবশ্যই প্রতিদিন বিড়ালকে সুষম খাদ্য দিতে হবে। নিন্মে বীরমান বিড়ালের জন্য সেরা কয়েকটি খাবারের নাম উল্লেখ করা হলোঃ
Wysong Epigen 90 Starch Free
বিড়ালদের জন্য বাজারের সেরা শুকনো খাবার হলো Wysong Epigen 90 Starch Free. এটিতে প্রধান উপাদান হিসেবে রয়েছে মুরগিরর খাবার, জৈব মুরগি, মাংসের প্রোটিন আইসোলেট এবং মুরগির চর্বি। এটিতে পুষ্টি উপাদান হিসেবে রয়েছে প্রোটিন ৭০% এবং চর্বি ১৭.৭%। এটি বিড়ালের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে। এটাতে কোন প্রকারের কার্বহাইড্রেড নেই।
Dr. Elsey’s clean protein Chicken
মুরগি এবং ডিম থেকে তৈরি বিড়ালের জন্য অন্যতম সেরা একটি খাবার হলো Dr. Elsey’s clean protein Chicken. এটিতে পুষ্টি উপাদান হিসেবে রয়েছে প্রোটিন ৬৭.০৫% এবং চর্বি ২০.৪৫%। এটিতে পর্যাপ্ত প্রোটিনের পাশাপাশি অ্যামিনো অ্যাসিড রয়েছে। যা বিড়ালের ত্বক কে অনেক বেশি সতেজ রাখে এবং এই খাবারটি বিরালদের জন্য অনেক বেশি হজমযোগ্য খাবার। এই খাবারটিতে কোন প্রকারের ক্ষতিকারক পদার্থে নেই ।
Bravo Feline Cafe Chicken Fricassee
পিউর চিকেন থেকে তৈরি বাজারের অন্যতম এবং সেরা একটি টিনজাত খাবার হলো Bravo Feline Cafe Chicken Fricassee. এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি একটি আদর্শ বিড়ালের খাবার। এটিতে কোন প্রকারের কার্বহাইড্রেড যোগ করা হয় না। এটি বিড়ালের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিড়ালের পেশিগুলোকে অনেক বেশি শক্তিশালী করে এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটিতে পুষ্টি উপাদান হিসেবে থাকে প্রোটিন ৫২.৭৮% এবং চর্বি ৩০.৫৬%।
History
বীরমান বিড়ালগুলোর উত্তপত্তি সম্পর্কে নির্দিষ্ট কোন রেকর্ড নেই। এই বিড়ালগুলো লুগ পর্বতে উত্তর বার্মার মন্দিরের পুরোহিতদের সাথে থাকতো বলে দাবী করা হয়। ১৯০০ শতকের দিকে রীরমান বিড়ালগুলোকে সুইডেন এবং ফ্রান্সে পাচার করা হয়। একটি গল্প আছে যেখানে ১৯২০ সালে রীরমান বিড়ালগুলো ফ্রান্সে দেখা গিয়েছিলো বলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বীরমান বিড়ালগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিলো। ১৯৫০ এর দশকের গোড়ার দিকে বিশুদ্ধ বীরমান বিড়াল আবার উৎপাদিত হতে থাকে। পুনরুদ্ধার হওয়া জাতটিকে ১৯৬৫ সালে ব্রিটেনে এবং ১৯৬৬ সালে এই বিরালটিকে ক্যাট ফ্যান্সিয়েশন অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত প্রদান করা হয়। বর্তমানে এই বিড়ালটি ফিফ, টিআইসিএ, এসিএফ দ্বারা স্বীকৃত।
Appendix
বীরমান বিড়ালগুলো অনেক বেশি সহজ সহজ এবং শান্তশিষ্ট বিড়ালের জাত যা সকল টাইপের পরিবারের সাথেই ভালোভাবে ফিট করে। এই বিড়ালগুলো খুব সহজেই বাড়ির সকল সদস্য এবং বাড়ির অন্যান্য প্রাণীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে বীরমান বিড়ালের সম্পর্কে সকল খুটিনাটি তথ্য বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। এর পরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।