Chartreux Cats are The Perfect Cat for Lap Lovers

ফ্রান্সের বিড়ালদের মধ্যকার একটি বিরল প্রকৃতির বিড়াল হলো Chartreux Cat। চার্ত্রুক্স বিড়ালগুলো অপেক্ষাকৃত ছোট আকৃতির হলেও এরা পেশিবহুল বিড়াল। চার্ত্রুক্স বিড়ালদের মনোরম আচারণ এটিকে ফ্রান্সের অনানুষ্ঠানিক বিড়াল এবং বিশ্বের অন্যান্য দেশে প্রিয় পোষা প্রাণি বানিয়েছে। এই জাতটির শান্তশিষ্ট, বন্ধুত্বপূর্ণ এবং নম্র ব্যক্তিত্বের কারণে এই বিড়ালগুলো অনেকের কাছেই প্রিয় বিড়াল। আজকের আর্টিকেলের মাধ্যমে চার্ত্রুক্স বিড়ালের যত্ন, ইতিহাস, খাদ্য, ইতিহাস, স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত এবং সুনির্দিষ্ট আলোচনা করা হবে। 

About

চার্ত্রুক্স বিড়ালগুলো অনেক প্রাচীন ফারসি বিড়ালের জাত। এরা এদের ছোট, নীল ধূসর কোট এবং শান্ত আচারণের জন্য অনেক বেশি পরিচিত। এছাড়াও এদের বেশকিছু পরিচিতি রয়েছে। নিন্মে এগুলো দেওয়া হলোঃ 

  • চার্ত্রুক্স বিড়ালগুলো নন্র, শান্ত এবং বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্বের হয়ে থাকে। 
  • চার্ত্রুক্স বিড়ালগুলোর ওজন ১৬ পাউন্ড অব্দি হয়ে থাকে। 
  • চার্ত্রুক্স বিড়ালগুলোর দৈর্ঘ্য নাক থেকে লেজ অব্দি ২৪ ইঞ্চি হয়ে থাকে।
  • চার্ত্রুক্স বিড়ালগুলোর কোটগুলো ছোট চুলের হয়ে থাকে। 
  • চার্ত্রুক্স বিড়ালগুলোর কোট ধূসর রঙের হয়ে থাকে। 

এছাড়াও চার্ত্রুক্স বিড়ালগুলোর চোখগুলো তামা/কমলা রঙের হয়ে থাকে। একটা চার্ত্রুক্স বিড়াল সাধারণত ১৫ বছর অব্দি বেচে থাকে। 

Health and Treatment

প্রকৃতিক জাত হওয়ার কারণে চার্ত্রুক্স বিড়ালগুলো অন্যান্য বিড়ালদের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। তবে অন্যান্য বিড়ালদের মতো এই বিড়ালগুলোর ও বেশ কিছু স্বাস্থ্য সমস্যা থাকে। নিন্মে চার্ত্রুক্স বিড়ালের স্বাস্থ্য এবং চিকিৎসা  নিয়ে বর্ণনা করা হলোঃ 

Hyperthyroidism

হাইপারথাইরয়েডিজম থাইরক্সিন বা T4 হরোমনের অতিরিক্ত উৎপাদন করে থাকে। এটি বিড়ালদের একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। হাইপারথাইরয়েডিজম সাধারনত প্রাপ্ত বয়স্ক বিড়ালদের বেশি প্রভাবিত করে থাকে। এই রোগে আক্রান্ত বিড়ালের বমি হওয়া, ওজন কমে যাওয়া এবং তৃষ্ণা বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসা প্রদান করতে হবে নয়তো হার্টের ব্যর্থতা, হৃদপিন্ডে রক্ত জমাটের মতো সমস্যা সৃষ্টি হতে পারে। সাধারনত এই রোগের চিকিতসায় থাইরয়েডের স্বাভাবিক কোষগুলিকে অক্ষত রেখে অস্বাভাবিক টিউমারের কোষগুলোকে মেরে ফেলা হয়। 

Arterial Thromboembolism

হৃদরোগে আক্রান্ত বিড়ালদের ধমনীতে রক্ত জমাট বাধাকে ফেনাইল অর্টিক থ্রম্বোইম্বোলিজম বলে। এই স্বাস্থ্য সমস্যা হলে বিড়ালের উভয় পা অবশ হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলো দেখাঁ দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সাধারণত ঔষুধের মাধ্যমে এই রোগের চিকিৎসা প্রদান করা হয়। যদি সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না করা হয় তাহলে বিড়ালের মৃত্যুও হবার সম্ভাবনা থাকে। 

Hip Dysplasia

কুকুরের মতো চার্ত্রুক্স বিড়ালদেরও একটি স্বাস্থ্য সমস্যা হলো হিপ ডিসপ্লাসিয়া। এটি একটি বংশগত রোগ। এটির ফলে বিড়ালের হিপ জয়েন্টগুলো বিকৃতি হয় এবং পরবর্তীতে আথ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগটি বিড়ালদের বয়ঃসন্ধিকালে শুরু হলেও এই রোগের লক্ষণ গুলো বয়স্ক বিড়ালদের মধ্যে দেখা দেওয়া শুরু করে। এই রোগে আক্রান্ত বিড়ালকে দ্রুত চিকিৎসকের নিকটে নিয়ে যেতে হবে। পেলভিক এক্সরে ব্যবহার করে এই রোগ নির্ণয় করা হয়। সাধারণত অস্ত্রোপাচারের মাধ্যমে এই রোগের চিকিৎসা প্রদান করা হয়।  

Care

বিড়ালগুলোর সুরক্ষা নিশ্চিত করতে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে অবশ্যি নিয়মিত যত্ন নিতে হবে। নিন্মে চার্ত্রুক্স বিড়ালগুলোর যত্ন নেওয়ার বিষয়গুলো বর্ণনা করা হলোঃ 

  • চার্ত্রুক্স বিড়ালগুলোর চুলগুলো অনেক ছোট সাইজের হলেও মরা চুল অপসারণ করার জন্য প্রতি সপ্তাহে একবার অন্তত ব্রাশ করাতে হবে। 
  • বিড়ালদের দাঁতের এবং মাড়ির রোগ এড়াতে অবশ্যই নিয়মিত ব্রাশ করাতে হবে। 
  • বিড়ালদের নখগুলো পরিষ্কার রাখার জন্য প্রতি সপ্তাহে নখ ছাটতে হবে। 
  • বিড়ালগুলো কে খেলার জন্য খেলনা কিনে দিতে হবে। 
  • বিড়ালদের কানের রোগ থেকে মুক্তি পেতে প্রতি সপ্তাহে কান পরিষ্কার করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। 

এছাড়াও বিড়ালদের প্রতিদিন রুটিন অনুযায়ী খাবার দিতে হবে এবং বিড়ালদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে। 

Food and Nutrition

বিড়ালের শরীরের সুষম বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য বিড়ালকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে। নিন্মে চার্ত্রুক্স বিড়ালের জন্য বাজারের সেরা কয়েকটি খাবারের নাম উল্লেখ করা হলোঃ 

Brit Premium by Nature Cat Can

প্রাপ্ত বয়স্ক বিড়ালদের জন্য প্রিমিয়াম গ্রেডের প্রানীর মাংস থেকে তৈরি অন্যতম একটি সেরা শুকনো খাবার হলো Brit Premium by Nature Cat Can. এটি মেইন পুষ্টি উপাদান হিসেবে থাকে  অশোধিত প্রোটিন 11%, অপরিশোধিত চর্বি 4%, অপরিশোধিত খনিজ 2%, আর্দ্রতা 78%, অপরিশোধিত ফাইবার 0.5%, ক্যালসিয়াম 0.4%, ফসফরাস 0.3%, সোডিয়াম 0.2%। এছাড়াও এটিতে অন্যান্য উপাদান হিসেবে থাকে ভিটামিন ডি 3 (3a671) 200 আইইউ, ভিটামিন ই (3a700) 100 মিলিগ্রাম, বায়োটিন (3a880) 0.3 মিলিগ্রাম, জিঙ্ক (3 বি 606) 8 মিলিগ্রাম, আয়রন (3 বি 106) 6 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ (3 বি 506 মিলিগ্রাম), ম্যাঙ্গানিজ (3 বি 504) 3b201) 0.4 মিলিগ্রাম, কপার (3b406) 0.3 মিলিগ্রাম, টাউরিন (3a370) 500 মিলিগ্রাম। এটি বিড়ালের শরীরের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে এবং বিড়ালের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে । 

Bonnie Cat Can – Lamb Chunks in Gravy

সম্পুর্ণ ভারসাম্যপূর্ণ এবং ভেড়ার প্রোটিন যুক্ত বাজারের অন্যতম সেরা বিড়ালের খাবার হলো Bonnie Cat Can – Lamb Chunks in Gravy. এটি বিড়ালের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিড়ালের পেশিকে শক্তিশালী করে এবং বিড়ালের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এটি অত্যন্ত সুস্বাদু এবং হজমযোগ্য খাবার। 

Spectrum Starter32 Kitten Food

প্রাপ্ত বয়স্ক এবং গর্ববতী বিড়ালদের অন্য বাজারের অন্যতম এবং সেরা খাবার হলো Spectrum Starter32 Kitten Food. এটিতে শুকনো ডিম এবং হাইড্রোলাইজড মুগরির মাংস থাকে যা বিড়ালের জন্য অত্যন্ত হজমযোগ্য এবং প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। এটি সুষম ফর্মুলেশন সহ নার্সিং বিড়ালদের উচ্চ প্রোটিন, শক্তি এবং খনিজ লবনের চাহিদা পূরণ করে। এটিরে থেকে প্রাকৃতক অ্যান্টিঅক্সিডেন্টগুলো বিড়ালদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। 

History

চার্ত্রুক্স বিড়ালের আদি উৎপত্তি শনাক্ত করা অনেক কঠিন। ১৫৫৮ সালে জোয়াকিম ডু বেলায় ভার্স প্রথম বারের মতো তার ফ্রাঙ্কাইস সুর লা মর্ট ডিউন পেটিটি চ্যাট বা ছোট বিড়ালের মৃত্যুতে ফরাসি পদ্য়ের শিরোনামের একটি কবিতায় চার্ত্রুক্স নাম উল্লেখ করেন। ১৭৪৭ সালে Jean Baptiste Perronneau এর চিত্রকর্ম  Maggaleine Pincelup de la Grange এ একটি চার্ত্রুক্স বিড়াল উপস্থাপনা করেন। যেখানে বিরালটিকে একটি পোষা প্রাণী হিসেবে আকা হয়। 

১৮ শতকে ফরাসি প্রকৃতিবিদ বুফন দ্বারা প্রথম চার্ত্রুক্স বিড়ালদের নথিভুক্ত করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে এই বিড়ালগুলো ব্যপকভাবে হ্রাস পায়। ১৯৭১ সালে লো জোল্লার হেলেন এবং জন গ্যামন দ্বারা প্রথম চার্ত্রুক্স বিড়ালকে আমেরিকায় আনা হয়। ১৯৮৭ সালে ক্যাট ফ্যান্সিয়ারস অ্যাসোসিয়েশন চার্ত্রুক্স বিড়ালের জাতটিকে চ্যাম্পিয়নশীপ মর্যাদা প্রদান করে। বর্তমানে বিড়ালগুলো ফিফ, টিআইসি, সিসিএ দ্বারা স্বীকৃত একটি বিড়ালের জাত।  

Appendix

শান্ত আচারণ হলো চার্ত্রুক্স বিড়ালগুলোর মুল বৈশিষ্ট্য। এই বিড়ালগুলো খুব সহজেই পরিবারের সকল সদস্য এবং পরিবারের অন্যান্য পোষাপ্রাণিদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে চার্ত্রুক্স বিড়ালগুলোর সকল খুটিনাটি বিষয়ে বিস্তারিত এবং  সুনির্দিষ্ট তথ্য জানতে পেরেছেন। এরে পরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

Share with friends and families

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *