Japanese Bobtail Cats are The Cats With the Whimsical Tails That Will Steal Your Heart

জপানি ববটেল বিড়ালদের নামকরণ করা হয়েছে তাদের ববড লেজের জন্য। তবে ববটেল বিড়ালগুলোর লেজ অনেক ববড বিড়ালদের লেজের থেকে ছোট। জাপানি ববটেল বিড়ালগুলো বিড়ালদের লেজের থেকে খরগোশের লেজের  সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। জাপানি ববটেল বিড়ালগুলো জাপানের স্থানীয়  বিড়াল হলেও এটি এখন সারা বিশ্বে পাওয়া যায়। জাপানি বিড়ালগুলো তাদের স্নেহশীল, বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্বের জন্য অনেক বেশি জনপ্রিয়। আজকের আর্টিকেলের মাধ্যমে জাপানি ববটেল বিড়ালগুলো খাদ্য, চিকিৎসা ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 

About

জাপানি ববটেল বিড়ালগুলো জাপানে বহু শতাব্দি ধরে পরিচিত। এটি জাপানের ঐতিহ্যগত লোক কাহিনী এবং বিভিন্ন শিল্পে দেখা যায়। জাপানি বিড়ালদের বেশ কিছু পরিচিতি রয়েছে। নিন্মে জাপানি বিড়ালদের পরিচিতি গুলো উল্লেখ করা হলোঃ

  •  জাপানি ববটেল বিড়ালগুলো সাধারণত বন্ধুত্বপূর্ণ, স্নেহশীল এবং মজাদার ব্যক্তিত্বের হয়ে থাকে। 
  • জাপানি ববটেল বিড়ালগুলোর ওজন ১০ পাউন্ড অব্দি হয়ে থাকে। 
  • জাপানি ববটেল বিড়ালগুলো দৈর্ঘ্য ১৪ ইঞ্চি অব্দি লম্বা হয়ে থাকে। 
  • জাপানি ববটেল বিড়ালগুলোর কোটের চুল লম্বা, ছোট দুই রকমেরই হয়ে থাকে। 
  • জাপানি ববটেল বিড়ালগুলোর কোট সাদা কালো চকোলেট ক্রিম লাল এবং নীল রঙের হয়ে থাকে। 
  • জাপানি বিড়ালগুলোর কোটগুলো কঠিন, দ্বীবর্ণ, ট্যাবি প্যাটার্নসের হয়ে থাকে। 

এছাড়াও জাপানি বিড়ালগুলর চোখ নীল, সোনালি এবং এক অদ্ভুত রঙের হয়ে থাকে। জাপানি বিড়ালগুলো সাধারনত ১৮ বছর অব্দি বেচে থাকে।   

Health and Treatment

 জাপানি ববটেল বিড়ালগুলো একটি স্বাস্থ্যকর এবং আন্তরিক বিড়ালের জাত। তবে, অন্যান্য বিড়ালদের মতো জাপানি ববটেল বিড়ালদেরও বেশ কিছু স্বাস্থ্য সমস্যা থাকে। নিন্মে জাপানি বিড়ালদের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে বর্ণনা করা হলোঃ 

Hyperthyroidism

হাইপারথাইরয়েডিজম হলো প্রাপ্তবয়স্ক বিড়ালদের একটি সাধারন স্বাস্থ্য সমস্যা। এই আক্রান্ত বিড়ালদের শরীরে থাইরয়েড হরমোনের উৎপাদন অতিরিক্ত হয়। বিড়াল এই রোগে আক্রান্ত হলে বিড়ালের ওজন হ্রাস পায় এবং ক্ষুধা বৃদ্ধি পায়। এই রোগের লক্ষন গুলো দেখা দিলেই বিড়ালকে ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে। যদি এই রোগের সঠিক সময়ে চিকিৎসা প্রদান না করা হয় তাহলে উচ্চ রক্তচাপ, হাইরোটোক্সিক কার্ডিওমায়োপ্যাথি হওয়ার সম্ভাবনা থাকে। সাধারনত ঔষধ, আয়োডিন থেরাপি এবং তেজস্ক্রিয় থেরাপি ব্যবহারের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়।   

Heartworm

হার্টিওয়ার্ম বিড়ালদের জন্য একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। এটি মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। হার্টিওয়ার্ম বিড়ালদের ইমিউন সিস্টেরম, ফুসফুস এবং হার্টকে প্রভাবিত করে। হার্টিওয়ার্মে আক্রান্ত হলে বিড়ালদের ওজম কমে যাওয়া, বমি ও ডায়রিয়া হওয়া এবং শ্বাসকষ্ট হওয়ার মতো লক্ষণ দেখা যায়। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের নিকট নিয়ে যেতে হবে। সাধারনত অস্ত্রোপাচার, শিরায় তরল থেরাপি, অক্সিজেন থেরাপি, কার্ডিওভাসকুলার ঔষুধ এবং অ্যান্টিবায়োটিক প্রদানের মাধ্যেম এই রোগের চিকিৎসা প্রদান করা হয়।    

Polycystic kidney disease

পলিসিস্টিক কিডনি রোগের কারণে বিড়ালের কিডনিতে সিস্টের পরিমাণ এবং সংখ্যা বৃদ্ধি পায়। এটি সিস্টের বৃদ্ধির সাথে সাথে কিডনির স্বাভাবিক টিস্যুকে আচ্ছন্ন করে ফেলে এবং কিডনির কার্যক্রমকে ব্যর্থ করে ফেলে। এই রোগে আক্রান্ত বিড়ালদের অত্যাধিক তৃষ্ণা পাওয়া, ওজন কমে যাওয়া, ক্ষুধামান্দা, বমিতে রক্ত আসা এবং ঘন ঘন প্রসাবের মতো লক্ষণ গুলো দেখা যায়। এই লক্ষণ গুলো দেখা দেওয়া মাত্রই বিড়ালকে চিকিৎসকের নিকট নিয়ে যেতে হবে। সাধারনত আল্ট্রাসাউন্ডের মাধ্যেমে এই রোগ নির্ণয়ের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। 

Care

বিড়ালকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে এবং বিড়ালের সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই প্রতিনিয়ত বিড়ালের যত্ন নিতে হবে। নিন্ম জাপানি ববটেল বিড়ালগুলোর যত্ন নেওয়ার বিষয়গুলো বর্ণ্না করা হলোঃ 

  • জাপানি ববটেল বিড়ালগুলো ছোট বড় দুই ধরণের চুলেরই বিড়ালের জাত হয়ে থাকে। চুলের উজ্জ্বলতা ঠিক রাখতে এবং মরা চুলগুলো অপসারন করতে সপ্তাহে একদিন ব্রাশ করাতে হবে। 
  •  বিড়ালের নখ গুলো পরিষ্কার রাখতে প্রতি সপ্তাহে একদিন নখ ছেটে দিতে হবে। 
  • বিড়ালের কান পর্যবেক্ষণ করতে হবে এবং ময়লা থাকলে সেটা পরিষ্কার করতে হবে। 
  • বিড়ালের দাঁত ও মাড়ির রোগ থেকে রক্ষা পেতে দাঁত ব্রাশ করাতে হবে। 
  • বিড়ালকে খেলার জন্য খেলনা কিনে দিতে হবে। 

এছাড়াও বিড়ালকে প্রতিদিন রুটিন অনুযায়ী সুষম খাদ্য খেতে দিতে হবে। বিড়ালকে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করাতে হবে।    

Food and Nutrition

বিড়ালের সঠিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য অবশ্যই পুষ্টিকর এবং সুষম খাদ্য খাওয়াতে। জাপানি ববটেল বিড়ালগুলো অন্যান্য বিড়ালদের মতো মাংসাসী বিড়াল। বাজারে বিড়ালদের জন্য অসংখ্য খাবার পাওয়া যায়। নিন্মে কয়েকটি বাজারের সেরা বিড়ালের খাবারের নাম উল্লেখ করা হলোঃ 

Wellness Complete Health Adult Dry Salmon

প্রাপ্ত বয়স্ক বিড়ালের জন্য বাজারের অন্যতম এবং সেরা একটি শুকনো খাবার হলো Wellness Complete Health Adult Dry Salmon খাবারটি। এটি সালমন মাছ থেকে প্রাকৃতিকভাবে প্রস্তুত করা হয়। এটিতে চাল, বার্লি ওটামিল, ফ্ল্যাক্সিসিড, টমেটো পোমেস এবং ক্র্যানবেরি উপাদান থাকে। এটিতে পুষ্টি উপাদান হিসেবে ৩৬% প্রোটিন, ১৮% চর্বি,৩% ফাইবার থাকে। এই খাবারের প্রতি কাপে ৪৭২ কিলো ক্যালরি থাকে।  

Purina Beyond Simply Grain-Free White Meat Chicken and Egg

বাজারের অন্যতম গ্রেইন ফ্রি বিড়ালদের শুকনো খাবার হলো Purina Beyond Simply Grain-Free White Meat Chicken and Egg. এটি মুরগি, ডিম এবং গরুর চর্বি থেকে প্রস্তুত করা হয়। এছাড়াও এই খাবারটিতে মটর প্রোটিন, মটর স্টার্চ, কাসাভা রুট ময়দা, শুকনো খামির, মটর আশ এবং গাজর থাকে। এই খাবারটি পুষ্টি হিসেবে ৩৫% প্রোটি, ১৪% চর্বি এবং ৪% ফাইবার থাকে। 

Nutro Wholesome Essentials Adult Salmon and Brown Rice 

মাংস এবং মাছের থেকে প্রস্তুত করা  বাজারের সেরা একটি শুকনো খাবার হলো  Nutro Wholesome Essentials Adult Salmon and Brown Rice. এটতে মুল উপাদান হিসেবে থাকে মুরগি এবং সালমন মাছ। এছাড়াও এটিতে ব্রুয়ার্স রাইস, ব্রাউন রাইস, ওটমিল, ডিহাইড্রেটেড আলফালফা খাবার, বিট পাল্প, ইউকা এক্সট্র্যাক্ট, মটর প্রোটিন এবং আলু প্রোটিন সমৃদ্ধ থাকে। এটিতে পুষ্টি উপাদান হিসেবে থাকে, ৩৫% প্রোটিন, ১৬.৫% চর্বি এবং ৬.৫% ফাইবার। 

History

জাপানি ববটেল হলো বিড়ালের একটি প্রাচীনতম জাত যেটি সাধারনত জাপানে পাওয়া যায়। ধারণা করা হয় ১৬০০ শতাব্দির দিকে এই বিড়ালগুলো জাপানের রেশম ব্যবসায় একটি গুরুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে, জাপানি ববটেল বিড়ালগুলো চীন বা কোরিয়াতে উৎপত্তি হয়েছিলো আরও এক হাজার বছর আগে। চীনের সম্রাট ৭ম শতাব্দিতে জাপানের সম্রাট কে এই ববটল বিড়ালগুলো উপহার দিয়েছিলো। 

১৯৬৮ সালে এলিজাবেথ ফ্রেরেট প্রথম পরিচিত ব্যক্তি যিতি জাপান থেকে ববটেল বিড়ালগুলো পশ্চিম বিশ্বের দেশগুলোটে আমাদানি করেন। ছোট চুলের ববটেল বিড়ালগুলো ১৯৭৬ সালে ক্যাট ফ্যান্সিয়ারস অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়নশীপের মর্যাদা লাভ করে। ১৯৯৩ সালে ববটেল বিড়ালগুলোর লম্বা প্রাজাতি গুলোও স্বীকৃত লাভ করে। বর্তমানে জাপানি ববটেল বিড়ালগুলো সিএফএ টিআইসি এবং সিসিএ-এএফসি দ্বারা স্বীকৃত একটি বিড়ালের জাত। 

Appendix

জাপানি ববটেল বিড়ালগুলো মিশুক এবং পরিবেশ সন্মত বিড়াল। এরা পরিবারের মানুষদের পাশাপাশি বাড়ির অন্যান্য গৃহপালিত প্রাণীদের সাথে মিশতেও অনেক বেশি উপভোগ করে।  এই বিড়ালগুলো বাড়ির পরিবেশের সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিয়ে পারে। তবে অবশ্যই চেষ্টা করতে হবে এদের সুরক্ষা এবং সুস্থতার জন্য বাসার মধ্যেই রাখার। 

জাপানি ববটেল বিড়ালগুলো খরগোশ এর মতো লেজযুক্ত একটি ছোট সাইজের বিড়াল।এগুলো জাপানের একটি সন্মানিত বিড়ালের জাত। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে জাপানি ববটেল বিড়াল সম্পর্কে একটি বিস্তারিত এবং সুনির্দিষ্ট তথ্য জানতে পেরেছেন। এর পরেও যদি কোন তথ্য জানার থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

Share with friends and families

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *