Russian Blue Cats are The Cat That Will Make You Smile Every Day

বিড়ালের একটি প্রাচীন জাত হলো রাশিয়ান ব্লু ক্যাট। এটি একটি আকর্ষণীর ও মাঝারি আকারের বিড়াল যার আকার সিয়ামিজ বিড়ালের মতো শরীর লম্বা, হালকা ও পেশীবহুল তবুও এগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। রাশিয়ান ব্লু বিড়ালগুলো তাদের ঘন পুরু এবং প্লাশ কোটের জন্য অনেক বেশি বিখ্যাত। 

রাশিয়ান ব্লু বিড়ালগুলো শান্ত, বন্ধুপূর্ণ ও নির্ভরশীল বিড়াল। আজকের আর্টিকেলে মাধ্যমে রাশিয়ান নীল বিড়াল এবং রাশিয়ান নীল বিড়ালের যত্ন, ইতিহাস, খাদ্য, চিকিৎসা এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।  

About

রাশিয়ান নীল বিড়াল একটি বুদ্ধিমান এবং কৌতুকপূর্ণ জাত। যাদের ব্লু এবং ধুসর বর্ণের আকর্ষণীয় কোট রয়েছে। তাদের ছোট এবং ঘন চুল গুলো সমান ও ইস্পাত নীল যা বিড়ালটিকে একটি অনন্য জাত এবং বিশ্বের সবচেয়ে সুন্দর বিড়াল শাবকদের মধ্যে একটি করে তুলেছে।

এছাড়া এই বিড়ালের আরো অনেক পরিচিত রয়েছে। যেমনঃ 

  • রাশিয়ান ব্লু বিড়ালদের ওজন ১২ পাউন্ড অব্দি হয়ে থাকে।
  • এদের দৈর্ঘ্য ২৪ ইঞ্চি 
  • এদের কোটের চুল গুলো ছোট হয়
  • এদের কোট ইস্পাত নীল বর্নের 
  • এদের চোখগুলো সবুজ রঙের হয়
  • এদের জীবন কাল 20 বছর পযর্ন্ত হয়ে থাকে
  • রাশিয়ান ব্লু বিড়ালগুলো বন্ধুত্বপূর্ণ এবং বুদ্ধিমান হয়ে থাকে কিন্তু এরা বিছিন্ন থাকতে বেশি পছন্দ করে । 

এছাড়াও এই বিড়ালগুলো প্রায় এক বছর বয়সে পরিনত হয়। এটি পরিচিত এবং শান্ত পরিবেশে মানুষের কাছে থাকা উপভোগ করে তবে যদি অপরিচিত উচ্ছৃঙ্খল কুকুর কিংবা বাচ্চারা এর কাছে আসে তখন এটি লুকিয়ে পরে।  

Health and Treatment

রাশিয়ান নীল বিড়াল একটি স্বাস্থ্যকার বিড়াল। এটি একটি প্রাকৃতিকভাবে প্রজননযোগ্য জাত তাই এটির বেশিরভাগ অংশে ভাল জেনেটিক্স রয়েছে। এর পরেও রাশিয়ান নীল বিড়ালগুলোর কিছু স্বাস্থ্য সমস্যা থাক। নিন্মে রাশিয়ান নীল বিড়ালের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে আলোচনা করা হলোঃ 

Phenaline Lower Urinary Tract Disease (FLUTD)

ফেনালাইন লোয়ার ইরিনারি ট্র্যাক্ট ডিজিজ যাকে FLUTD নামের অভিহিত করা হয়। এটি মুত্রাশয় এবং মুত্রানলীর একটি রোগ। এই রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে যেমনঃ 

  • প্রস্রাব করার জন্য স্ট্রেইং
  • অল্প পরিমাণে প্রস্রাব করা 
  • ঘন ঘন/দীর্ঘায়িত প্রস্রাব করা
  • প্রসাব করার সময়ে কান্না বা চিৎকার করা
  • যৌনাঙ্গ অতিরিক্ত চাটা
  • লিটার বক্সের বাহিরে প্রসাব করা 
  • প্রসাবে রক্ত। 

প্রদাহ, চাপ, সংক্রামন খাদ্যভাস এবং আচারনগত সমস্যার কারণে মুত্রানলীতে এই রোগটি হয়ে থাকে। উপোরক্ত লক্ষণ গুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে। 

Upper respiratory infection (URI)

আপার রেস্পিরেটরি ইনকেশন টি বিড়ালের মধ্যে বেশ সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা এটি উপরের শ্বাসযন্ত্রের সংক্রামকের ফলে হয়ে থাকে। এদের বেশ কিছু লক্ষণ রয়েছে। যেমনঃ

  • হাচি
  • সর্দি
  • কাশি
  • চোখ বা নাক থেকে সাদা স্রাব
  • ক্ষুধা কমে যাওয়া 
  • জ্বর 
  • অলসতা
  • নাক মুখে আলসার

ইউআরআই সাধারণত অনুমানযোগ্য এবং চিকিত্সার মাধ্যমে এক থেকে তিন সপ্তাহের মধ্যে নিরাময় করা যায়। 

Dental Disease

বিড়ালের একটি গবেষণায় দেখা যায় যে , চার বছরের বেশি বয়সী বিড়ালদের মধ্যে শতকরা ৫০ থেকে ৯০ শতাংশের বিড়ালগুলো দাঁতের সমস্যায় ভুগে। বিড়ালের দাঁতের রোগগুলো হলো, Gingivitis, periodontitis and Absorption of teeth। নিন্মে দাঁতের রোগের লক্ষ্যণগুলো দেওয়া হলোঃ 

  • গিলতে অসুবিধা
  • অত্যধিক মলত্যাগ
  • মুখোশ এ Pawing
  • মুখ থেকে খাবার ঝরে পড়া। 

উপোরোক্ত লক্ষণ গুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।  

Heart Disease

আমেরিকান ভেটেরিনারি মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর তথ্য অনুসারে বিশ্বব্যাপী ১০ টা বিড়ালের মধ্যে ১১ টা বিড়ালের হৃদরোগ রয়েছে। হৃদরোগ গুলো সাধারণত দুইটি ভাগ বিভক্ত করা হয়। এগুলো হলোঃ 

Congenital

ভ্রুণের বিকাশের সময়ে হৃদপিন্ডের বিকাশজনিত সমস্যার কারণে যে হৃদরোগ গুলো হয় সেগুলো হলো জন্মগত হৃদরোগ। 

Acquired

হৃদপিন্ডের ক্ষতির ফলে যে হৃদরোগ গুলো হয় সেগুলোকে বলা হয় অর্জিত হৃদরোগ। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হলো বিড়ালদের হৃদরোগের সবচেয়ে সাধারণ রুপ। 

হৃদরোগের বেশ কিছু লক্ষণ থাকে। নিন্মে তা দেওয়া হলোঃ 

  • শ্বাসকষ্ট বা শ্বাস নেওয়ার সময় কষ্ট হওয়া
  • বিশ্রামের সময়ে দ্রুত শ্বাস নেওয়া
  • দীর্ঘস্থায়ী কাশি
  • অজ্ঞান হয়ে যাওয়া
  • নিয়মিত হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া

উপোরক্ত লক্ষণ গুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে। 

Diabetes

প্রাপ্ত বয়স্ক এবং বয়স্ক বিড়ালের একটি সাধারণ রোগ হলো ডায়াবেটিস। ডায়াবেটিস সাধারণ দুই টাইপের হয়ে থাকে। 

Type A

টাইপ এ ডায়াবেটিস সম্পূর্ণ ইনসুলিন নির্ভর। এর মানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি বা মুক্ত করতে পারে না।

Type B

বিড়ালের শরীর ইনসুলিন তৈরি করতে পারে, কিন্তু যখন অঙ্গ এবং অন্যান্য টিস্যু ডায়াবেটিস প্রতিরোধী হয়ে ওঠে, তখন এটি আর সঠিকভাবে প্রক্রিয়া করতে পারে না।

ডায়াবেটিসের বেশ কিছু লক্ষণ রয়েছে। নিন্মে দেওয়া হলোঃ 

  • প্রস্রাব বেড়ে যাওয়া
  • তৃষ্ণা বেড়া যাওয়া
  • পানি শুন্যতা 
  • ডায়রিয়া 

ডায়াবেটিস এর এই সকল লক্ষণ দেখা দিবে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। 

Hyperthyroidism

Hyperthyroidism একটি Endocrine সিস্টেমের রোগ। মধ্যবয়সী এবং বয়স্ক বিড়ালদের মধ্যে সাধারণ এই রোগটি দেখা যায়। থাইরয়েড হরমোনের বর্ধিত উৎপাদনের থেকে এই রোগটি ঘটে। নিন্মে Hyperthyroidism রোগের লক্ষ্যণ গুলো উল্লেখ করা হলোঃ 

  • ওজন কমে যায়
  • অস্থিরতা 
  • আক্রমনাত্মক আচারণ
  • অবিকৃত কোট
  • কন্ঠস্বর বৃদ্ধি
  • প্রেসার বৃদ্ধি পায়

উপোরোক্ত লক্ষ্যণ গুলো দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। Hyperthyroidism এর চিকিৎসা নির্দিষ্ট বিড়ালের চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। এই চিকিৎসায় ঔষুধ এর পাশাপাশি তেজস্ক্রিয় আয়োডিন থেরাপি, সার্জারি এবং খাদ্যতালিকা থেরাপি অন্তর্ভুক্ত থাকতে পারে। 

Chronic kidney disease (CKD)

কিডনির অবস্থার ক্ষতির কারনে দীর্ঘস্থায়ী কিডনি রোগ (CKD) হয়ে থাকে। এই রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে। 

  • ওজন কমে যাওয়া
  • কোট ভঙ্গুর হয়ে যাওয়া
  • নিঃশ্বাসে দুর্গন্ধ
  • বিষন্নতা 
  • তৃষ্ণা বৃদ্ধি পাওয়া
  • ডায়রিয়া 
  • রক্তশূণ্যতা

কিডনির চিকিতসার কোন নিরাময় নেই তবে বিকল্প রয়েছে যা সামগ্রিক মান উন্নত করতে পারে এবং দীর্ঘায়ু বাড়াতে পারে। 

Care

বিড়ালের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতি নিয়ত যত্ন নেওয়া উচিত। নিন্মে বিড়ালের নিয়মিত যন্ত নেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হলোঃ 

  • রাশিয়ান ব্লু বিড়ালের যেহেতু মোটা কোট থাকে তাই সাপ্তাহিক ব্রাশ করাতে হবে। 
  • বিড়ালের নখগুলো প্রয়োজন অনুসারে ছোট করে ছেটে ফেলতে হবে
  • দাঁতের সুরক্ষার জন্য এবং দাঁতের রোগথেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত ব্রাশ করাতে হবে
  • নির্ধারিত সময়ে খাবার প্রদান করতে হবে
  • বিড়ালকে প্রতিদিন ব্যায়াম করাতে হবে

এছাড়াও বিড়ালকে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। বিড়ালকে খেলনা কিনে দিতে হবে।  

Food and Nutrition

বিড়ালের সঠিক বৃদ্ধি এবং সুস্থতার জন্য পুষ্টিকর খাদ্য প্রদান করা  অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিন্মে বিড়ালের খাদ্য এবং পুষ্টি সম্পর্কে আলোচনা করা হলোঃ 

Animal Protein

প্রোটিন হলো বিড়ালের বিকাশের প্রধান চালিকা শক্তি। প্রয়োজনীয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট টিস্যু গঠন, পেশি বৃদ্ধি এবং অঙ্গ ফাংশন সহ সকল প্রধান শারীরিক প্রক্রিয়ায় প্রোটিন বিশেষ ভুমিকা পালন করে। 

Fat

মাছ, মুরগি এবং টার্কিতে থাকা পলি আনস্যাচুরেটেড ফ্যাট বিড়ালের পশমের সিলভারি আভা বজায় রাখে। ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড গুলির প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি ক্ষত ঠিক করতে সাহায্য করে।  

Humidity

রাশিয়ান ব্লু বিড়ালদের তাদের বিকাশ এবং কিডনির কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রচুর আর্দ্রতা প্রয়োজন। বিড়ালের আর্দ্রতার জন্য বিড়ালকে প্রচুর পরিমানে তরল পানিও পান করাতে হবে। এবং খাবারগুলো হাইড্রেটেড আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে।  

Calcium

বাড়ন্ত বিড়ালছানার হাড় এবং দাঁতের বিকাশ বজায় রাখার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। তাই বিড়ালের খাদ্যভাসে ক্যালসিয়ামকে রাখতে হবে। 

History

রাশিয়ান ব্লু একটি প্রাকৃতিকভাবে উদ্ভূত জাত যা রাশিয়ার Arkhangelsk বন্দরে উদ্ভূত হয়েছিল বলে ধারণা করা হয়। তাদের মাঝে মাঝে আর্চেঞ্জেল ব্লুজও বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে নাবিকরা ১৮৬০-এর দশকে আর্চেঞ্জেল দ্বীপপুঞ্জ থেকে গ্রেট ব্রিটেন এবং উত্তর ইউরোপে নিয়ে গিয়েছিল। ১৮৬২ সালে ব্রিটিশ প্রিন্টে একজন আর্চেঞ্জেল বিড়ালের কথা  প্রথম উল্লেখ পাওয়া যায় ।  তবে হ্যারিসন ওয়্যার ১৮৯৫ সালে লেখায় রিপোর্ট করা হয়েছে যে রাশিয়ান ব্লু নামের প্রথম দিকের শো বিড়ালগুলি ছিল ব্রিটিশ বংশোদ্ভূত ধূসর ট্যাবিস, ১৮০০-এর দশকে ব্রিটেনের আর্চেঞ্জেল থেকে পৃথক ধূসর বিড়ালগুলি আধুনিক প্রজাতির সাথে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য সহ এসেছে।

 রাশিয়ান ব্লু ১৯১২ সাল পর্যন্ত অন্যান্য সমস্ত নীল বিড়াল সহ একটি ক্লাসে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যখন এটিকে নিজস্ব শ্রেণী দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত প্রধানত ইংল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ায় এই জাতটি গড়ে উঠেছিল। রাশিয়ান নীল বিড়ালটি সি এফ এ , ফিফ, টি আই সি, এ সি এফ, সি সি এ – এ এফ সি, জি সি সি এফ দ্বারা স্বীকৃত।  

Appendix

রাশিয়ান নীল বিড়ালগুলো মৃদু স্বভাবের বিড়াল। অপরিচিত পরিবেশে লাজুক স্বভাবের হলেও এরা এদের মালিকদের অনেক বেশি পছন্দ করে। যদি কারো পছন্দ থাকে তার বিড়ালটি সোফায় তার পাশে বসবে, তাকে অনুসরন করবে, দরজায় তাকে অভ্যর্থ্যনা জানাবে তাহলে তার জন্য রাশিয়ান ব্লু বিড়ালটি হতে পারে একটি আদর্শ বিড়ালের জাত। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে রাশিয়ান নীল বিড়াল সম্পর্কে একটি সুস্পষ্ট এবং বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এর পরে যদি কোন তথ্য জানার থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

Share with friends and families

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *