Spaying and Neutering are The best Gift You can Give Your Pet

Spaying  and Neutering কি?

Spaying and Neutering হচ্ছে এক ধরনের অস্ত্রোপচার (Surgery) যার মাধ্যমে Vet বিড়ালের প্রজননতন্ত্র ফেলে দেয় হয়। যার ফলে তারা বংশবৃদ্ধি করতে পারে না। মেয়ে বিড়ালের অস্ত্রোপচারকে বলে Spay আর ছেলে বিড়ালের অস্ত্রোপচারকে বলে Neuter. 

Spaying হল অস্ত্রোপচারের মাধ্যমে একটি মহিলা বিড়ালের ডিম্বাশয় এবং জরায়ু অপসারণ, আর Neutering হল একটি পুরুষ বিড়ালের অণ্ডকোষ অপসারণ। যদিও উভয় অপারেশন নিয়মিতভাবে কিছু জটিলতার সাথে সঞ্চালিত হয়, তবে শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত পশু চিকিত্সকদেরই সেগুলি করার অনুমতি দেওয়া হয়।

সার্জারীর পূর্বেই, আপনার ভেট কিছু টেস্ট এবং এক্সামিনেশন করবেন। এছাড়াও সার্জারীর পূর্বেই তিনি বিড়ালের ব্লাড স্যাম্পল নিয়ে এনালাইসিস করবেন। অপারেশনের সময়ে আপনার বিড়ালের ব্যাথা, ডিসকমফোর্ট কমানোর জন্য জেনারেল এনেস্থেশিয়া ব্যবহার করা হয়। 

অস্ত্রোপচারের পরে, আপনার পশু চিকিত্সক আপনাকে আপনার বিড়ালের যত্ন নেওয়ার বিষয়ে বেশ কয়েকটি নির্দেশনা দেবে। এই সময়টা বিড়ালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই সময়েই বিড়াল তার রিকোভারি শুরু করে। ঠিকমত পরিচর্যা করলে বেশ স্বল্প সময়েই বিড়াল স্বাভাবিক জীবনে ফিরে আসে। সাধারনত দুই সপ্তাহের মাঝেই সার্জারীর জায়গাটি শুকাতে শুরু করে। এরপরেও ভেটের পরামর্শ মোতাবেক নিয়মিত ফলো আপে থাকবেন। 

 

Spay and Neuter করার সঠিক সময় কোনটি?

Spay and Neuter  আপনার বিড়ালের ঝামেলাবিহীন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেট সংখ্যা বেড়ে যাওয়া এড়াতে এটি খুবই কার্যকরী একটি পন্থা। এছাড়াও বিভিন্ন মেডিকেল ইস্যুর জন্যও Spay and Neuter  টা খুবই উপকারি। এতে করে আপনি আপনার বিড়ালকে স্বাস্থ্যকর, দীর্ঘ এবং সুখি এক জীবন কাঁটাতে সাহায্য করতে পারবেন।

American Society for the Prevention of Cruelty to Animals (ASPCA) এর কমিউনিটি মেডিসিনের সিনিয়র মেডিকেল ডিরেক্টর Lori Bierbrier, DVM, বলেছেন  সাধারণত আট সপ্তাহ থেকে পাঁচ মাসের মধ্যে বিড়ালছানাকে স্পে করা নিরাপদ বলে মনে করা হয় এবং বিড়ালের ওজন অবশ্যই ২কেজির উপরে হতে হবে। সাধারনত চার থেকে পাঁচ মাস বয়সে বিড়াল sexually mature হয় অর্থাৎ heat এ আসে। তবে এটা নির্ভর করে breed এর উপর, যেমন- Persian জাতের বিড়াল ১০মাসের বেশি বয়সে heat এ আসে।

 

বয়স্ক বিড়ালকে স্পে বা নিউটার করা যাবে কি?

বিড়ালের বয়স বেশী হলেও আপনি তাকে স্পে বা নিউটার করাতে পারেন। তবে ভেট এক্ষেত্রে বিভিন্ন টেস্টের মাধ্যমে আগে নিশ্চিত হবেন  যে বিড়ালকে Spay and Neutered করা যাবে কি না। পশুচিকিত্সক যদি বিভিন্ন পরীক্ষার পরে এটিকে নিরাপদ বলে মনে করেন, তবে বয়স্ক বিড়ালও  Spay and Neutered করতে পাবেন। 

 

বিড়ালকে কেন স্পে বা নিউটার করা জরুরী?

বিড়ালকে Spay and Neuter করা জরুরী। কারন বিড়াল তাদের জন্মনিয়ন্ত্রণ করতে পারে না এবং এক সাথে ৫-৬ টি করে বাচ্চা হয়। ঘরে পালা একটি ছেলে বিড়াল মেয়ে বিড়াল এর সঙ্গে mate করে এবং বাচ্চা বিড়ালের এর সংখ্যা অনেক বেড়ে যায়। আবার একটি মেয়ে বিড়াল যখন ঘন ঘন বাচ্চা দেয় তখন অতিরিক্ত সংখ্যক বিড়াল মানুষ পালতে পারে না। Adoption এ দেয় অথবা রাস্তায় ছেড়ে দেয়। ফলে তারা গৃহহীন হয়ে পড়ে। আর এভাবে প্রতিবছর প্রচুর গৃহহীন বিড়াল অযত্ন, অবহেলায়, না খেয়ে, বিভিন্ন প্রজাতির প্রাণীদের আক্রমণ এবং রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

সুতরাং Spaying and Neutering করলে বিড়ালের জন্মহার এবং মৃত্যুহার অনেক কমে যায় এবং বিড়ালকে অনিশ্চিত ভবিষ্যৎ এর হাত থেকে রক্ষা করা যায়।

Spay and Neutered মাধ্যমে বিড়ালের রোগের প্রকোপও অনেকাংশে কমে যায়। এছাড়াও, তাদের মধ্যে যৌন আচরণের মাত্রাও হ্রাস পায়। স্ত্রী বিড়ালদের হিটে যাওয়ার সমস্যাও তাদের নিউটারিং দ্বারা প্রতিরোধ করা যেতে পারে। Spay and Neutered  বিড়ালগুলি অন্যান্য বিড়ালের জন্যও হুমকিস্বরুপ।

 

Cat Spaying and Neutering সুবিধা এবং অসুবিধা 

Spaying এর সুবিধা নিয়ে আলোচনা করা যাক।

  • Spaying বিড়ালের স্বাস্থ্যকর, দীর্ঘ এবং সুখি জীবনের জন্য পরিসংখ্যানগতভাবে স্বাস্থ্যকর।
  • স্তন্যপায়ী টিউমার, জরায়ু এবং ডিম্বাশয়ের ক্যান্সার ইত্যাদি থেকে বিড়ালকে রক্ষা করা যায়।
  • Spaying  অবাঞ্ছিত সন্তান জন্মের সংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে।
  • বিড়ালের আক্রমণাত্মক আচরণ কমিয়ে বিড়ালকে শান্ত করে তোলে।
  • ঘরের বাইরে যাওয়ার প্রবণতা কমে যায়। ফলস্বরূপ, অন্যান্য বিড়ালের সাথে কোন মারামারি এবং অন্য কোন দুর্ঘটনা শিকার হয় না।
  • মেয়ে বিড়ালের ছেলে বিড়াল প্রতি আকর্ষণ কমে যায়।
  • ঘোরাঘুরি করার ইচ্ছা কম, তাই মারামারি বা দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা কম

 

 

Neutering এর সুবিধা নিয়ে আলোচনা করা যাক।

  • বিড়ালের Spraying বন্ধ বা দূর করে।
  • ঘোরাঘুরি করার ইচ্ছা কম করে, তাই মারামারি বা দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা কম।
  • টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি দূর হয় এবং প্রোস্টেট রোগের প্রকোপ হ্রাস পায়।
  • অবাঞ্ছিত বিড়াল/বিড়ালছানা সংখ্যা হ্রাস করে।
  • বিড়ালের আক্রমণাত্মক আচরণ কমিয়ে বিড়ালকে শান্ত করে তোলে।
  • বিড়ালদের দীর্ঘ, স্বাস্থ্যকর জীবন বাঁচাতে সাহায্য করে।
  • এমনকি বিভিন্ন প্রজাতির প্রাণীদের সাথে আক্রমণাত্মক আচরণ হ্রাস করে।

 

 

Neutering and Spaying এর অসুবিধা

নিউটারিং এবং স্পেইং এর অসুবিধাগুলি তুলনামূলকভাবে উল্লেখযোগ্য নয়। অ্যানেস্থেশিয়া জড়িত সমস্ত অস্ত্রোপচারের তুলনায়, এটি একটি সামান্য ঝুঁকি জড়িত। এটি মেয়ে বিড়ালের  জন্য উচ্চ ঝুঁকি জড়িত। বেশিরভাগ স্পেড এবং নিউটারড পোষা প্রাণীর ওজন কিছুটা বাড়বে, যা আপনি সঠিক ব্যায়াম এবং পুষ্টির মাধ্যমে কমাতে পারেন।

  • স্পেয়িং মানে জীবাণুমুক্ত করা। স্পেয়িং আপনার বিড়ালকে জীবাণুমুক্ত করবে এবং সে আর গর্ভবতী হতে পারবে না। আপনি আপনার বিড়াল প্রজনন করতে চান, তাহলে spaying করা উচিত নয়.
  • Spaying ওজন বৃদ্ধি হতে পারে। কিছু বিড়াল spaying পরে ওজন বাড়তে পারে। অনিয়ন্ত্রিত প্রাণীদের সাধারণত প্রবল মিলনের আকাঙ্ক্ষা থাকে এবং তারা সঙ্গী ও প্রজননের জন্য প্রচুর শক্তি ব্যয় করতে পারে। এই শক্তি লোড ছাড়া, আপনার বিড়াল একই পরিমাণ খেতে পারে কিন্তু অনেক ক্যালোরি পোড়াতে পারে না।

Spay or Neuter এর আগে ও পরে যা জানা জরুরী

বিড়ালকে Spay and Neuter করানো খুবই জরুরী। স্পে বা নিউটার বিড়ালের জন্য ক্ষতিকর না। বরং তাদের জন্য এটি খুবই উপকারি। অনেকে একে জটিল ভেবে অথবা ভয় পেয়ে এই অপারেশন করাতে চায় না। কিন্তু এই অপারেশন জটিল নয়। বিড়াল যে কোন ক্ষত দ্রুত সেরে ওঠে। তাই একটু যত্ন করলেই অল্প কিছুদিনের মধ্যে সেলাই শুকিয়ে বিড়াল সুস্থ হয়ে যায়। শুধু স্পে বা নিউটার সার্জারীর সময়ে তারা কিছুটা ডিসকমফোর্ট অনুভব করতে পারে। যদিও তা আস্তে আস্তে কমে যায়। তাই Spay এবং Neuter এর আগে এবং পরে কিছু জিনিস আমাদের জেনে  রাখা খুব জরুরী।

Spay or Neuter এর আগে করণীয়

  • অপারেশনের ৮-১০ ঘণ্টা আগের থেকে বিড়ালকে পানি ছাড়া অন্য কোন খাবার দেওয়া যাবে না। কারন পেট ভরা থাকলে অপারেশনের সময় এবং anesthesia এর সময় বমি হওয়ার সম্ভাবনা থাকে।
  • ঝুড়ি, টিস্যু, তোয়ালে ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে হবে। কারন অপারেশনের পর বিড়াল অজ্ঞান থাকে এবং তাকে সাবধানে কোলে করে অথবা বড় ঝুড়িতে করে বহন করতে হবে।
  • বিড়ালের টিকা দেওয়া আছে কিনা, দুর্বলতা অথবা অসুস্থতা আছে কিনা ইত্যাদি যে কোন সমস্যা Vet কে অপারেশনের আগে বলতে হবে। Vet এর এসব জিনিস না জানা থাকলে অপারেশনে জটিলতা দেখা দিতে পারে।

 

Spay or Neuter এর পরে করণীয়

  • অপারেশনের পরে জ্ঞান ফেরার পরও বিড়াল হেলেদুলে হাটে, ঝিমঝিম ভাব থাকে। পুরোপুরি ঠিক হতে ১২-১৪ ঘণ্টা সময় লাগে। ২৪ ঘণ্টার মধ্যেও যদি পুরোপুরি ঠিক না হয় তবে Vet এর সাথে যোগাযোগ করতে হবে।
  • জ্ঞান ফেরার পর ৮-১০ ঘণ্টা বিড়ালকে খাবার না দেওয়াই ভাল। এতে করে বিড়ালের বমি হতে পারে। শুধু বেশি করে পানি খাওয়াতে হবে। এরপর তাকে তার পছন্দ মত খাবার দিতে হবে।
  • Vet এর পরামর্শ অনুযায়ী ওষুধ, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি সঠিক পরিমানে ও নিয়মিত খাওয়াতে হবে। কাঁটা জায়গায় Savlon / Dettol লাগানো যাবে না।
  • সেলাই এর কারনে অস্বস্তি হবে তাই বিড়াল বার বার কাঁটা জায়গা চাটতে চাইবে। এর ফলে অনেক সময় সেলাই ছুটে যায়।তাই তাকে বার বার নিষেধ করতে হবে অথবা এলিজাবেথ কলার(ছবির মত) কিনে বা বানিয়ে পড়াতে হবে।
  • ২-৩ দিন বাসার অন্য বিড়াল থেকে দূরে রাখতে হবে। খেলতে গিয়ে সেলাই ছুটে যেতে পারে। তাই দৌড়াতে কিংবা অন্য বিড়ালের সাথে খেলতে দেওয়া যাবে না।
  • ময়লা স্থান থেকে বিড়ালকে দূরে রাখতে হবে। Litter box এ বালুর পরিবর্তে কাগজ ব্যাবহার করা যেতে পারে।
  • Spay & neuter এর পরে কমপক্ষেমাস বিড়ালকে mate করতে দেওয়া যাবে না। কারন একমাস পর্যন্ত neuter করা ছেলে বিড়াল শুক্রাণু উৎপন্ন করতে পারে এবং এতে মেয়ে বিড়াল গর্ভধারণ করতে পারে।
  • কাঁটা স্থানটি ৪-৫ দিনের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু স্থানটি ভেজা অথবা লাল রক্তের মত দেখলে অবশ্যই Vet এর সাথে যোগাযোগ করতে হবে।

Spay or Neuter  অস্ত্রোপচারের পরে কি বিড়ালের ওজন বাড়ে?

Spay and Neuter বিড়ালের ওজন বেড়ে যাওয়ার কিছুটা প্রবনতা থাকে। কেননা এই সময়ে তারা কম ঘুরাঘুরি করে। তবে প্রপার ডায়েট মেইনটেইন করে তাদের এই ওজন বৃদ্ধি প্রতিরোধ করতে পারবেন। এছাড়াও তাদের জন্য সুইটেবল কিছু এক্সারসাইজও করাতে হবে। 

গর্ভবতী অবস্থায় কি স্পে করা সম্ভব?

অনেক সময় অনাকাঙ্খিত বাচ্চা জন্মদান থেকে বিরত রাখার জন্য বিড়ালকে প্রেগনেন্ট অবস্থাতেও স্পে করাতে পারবেন। তবে এক্ষেত্রে পশুচিকিত্সক মূলত সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে পশুচিকিত্সক চাইলে প্রেগনেন্ট পরবর্তী সময়েও সার্জারী করাতে পারেন। এটি মূলত বিড়ালের স্বাস্থ্যের উপরে নির্ভর করে।

বিড়ালকে  যখন স্পে বা নিউটার করা হয় তখন তারা কেমন অনুভব করে?

সাধারণত, পুরুষ বা স্ত্রী বিড়ালদের neutering or spaying পরে কোন আচরণগত পরিবর্তন হয় না। মৌলিক ব্যক্তিত্ব একই থাকে। তাদের মধ্যে কোনো মানসিক বা পরিচয়ের সংকট লক্ষ্য করা যায় না।

Spay or Neuter করার পরে, আপনি বিড়ালের আচরণে নিম্নলিখিত পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারেন।

  • Cat fight কমে যাওয়াঃ নিউটারড ক্যাট খুব কমই ঝগড়াতে অংশ নিয়ে থাকে। নিউটারড ক্যাট আগের চেয়ে কিছুটা শান্ত প্রকৃতির হয়ে যায়। দিনের অনেকটা সময় দেখতে পাবেন সে ঘুমিয়ে কাটাচ্ছে। 
  • শান্ত হয়ে যাওয়াঃ নিউটারড মেল বা ফিমেল ক্যাট আগের থেকে অনেক বেশী শান্ত হয়ে যায়। লাফালাফি ঝাপাঝাপি তাদের কমে যায়। তাদের এগ্রেসিভনেস ও অনেকাংশেই কমে যায়। এছাড়াও নিউটারড বা স্পেইড বিড়াল খুব কম ডাকাডাকি করে। 
  • Spraying: নিউটারড বিড়াল কোন্রুপ স্প্রেয়িং এ অংশ নেয় না। পূর্বে বিভিন্নভাবে তারা যেমন এলাকা মার্কিং করে রাখতো সেরকম মার্কিং পরবর্তীতে তারা আর করে না। 
  • Grooming: অনেক সময় নিয়ে তারা নিজেদের গ্রুমিং করে। নিজেদের প্রতি তারা যত্ন করে বেশি। গ্রুমিং এর পর তারা সাধারনত ঘুমিয়ে সময় কাটায়। আশে পাশে কি হচ্ছে এই ব্যাপারে তাদের মাথা ব্যাথা খুবই কম থাকে এই সময়ে।
  • Sleeping: এই সময়ে তাদের লাইফ স্টাইল এবং স্লিপিং প্যাটার্নে বেশ পরিবর্তন লক্ষ্য করবেন। এই সময়ে তাদের এক্টিভিটি কমে যায়। ঘুমাতে বেশী পছন্দ করে তারা এই সময়ে। যার কারণে তাদের লাইফ স্টাইল এবং স্থূলতা আগের থেকে অনেক বেড়ে যায়। এই কারণে এই সময়ে আপনি তাদের ডায়েট নিজে থেকেই পরিবর্তন করে দিবেন। তাদের এক্টিভ রাখার চেষ্টা করবেন। এতে করে তাদের স্থূলতা এড়াতে পারবেন। 
  • Personality: তাদের বড় ধরনের কোন পার্সোনালিটির কোন্রুপ পরিবর্তন হয় না এই সময়ে। তবে তাদের আদর নেয়ার মাত্রা অনেক বেড়ে যায়। এটেনশন সিক করার চেষ্টায় থাকে। তাদের মুড হুটহাট পরিবর্তন হবে না। শুধু তাদের আলস্যতার মাত্রা বেড়ে যায় এই সময়ে। 

 

Share with friends and families

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *