Struvite Crystal. Causes, treatment and prevention of struvite crystals in cats.

Struvite Crystal. Causes, Treatment and Prevention of struvite crystals in cats

স্টুভাইট ক্রিস্টাল হলো মাইক্রোস্কোপিক স্ট্রুভাইট যা কিছু বিড়ালের প্রস্রাবের মধ্যে পাওয়া যায়। ক্রিস্টাল বিশেষত এমন একটি উপাদান যা ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম এবং ফসফেট দ্বারা গঠিত। স্ট্রুভাইট এবং স্ট্রুভাইট ক্রিস্টালগুলো বিড়ালের শরীরের নিচের স্তরগুলোতে জমা হয়ে বিভিন্ন আকারে এবং বিভিন্ন ধরণের গ্রিট বা পাথর তৈরি করে। আর এর ফলে বিড়ালের বিভিন্ন রকমের স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে এই পাথরগুলো বিড়ালের মূত্রনালী, মূত্রথলি এবং কিডনিতে পাওয়া যায়। আজকের আর্টিকেলের মাধ্যমে স্ট্রুভাইট ক্রিস্টালের কারণ,  চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে একটি বিস্তারিত এবং সুনির্দিষ্ট আলোচনা করা হবে। 

Symptoms of struvite crystals in cats

বিরালের মধ্যে স্ট্রুভাইট ক্রিস্টালের লক্ষণগুলো অনেক দেরিতে প্রকাশ পায়। তবে যদি বিড়ালকে রেগুলার চেকাপের জন্য চিকিৎসকের নিকটে নিয়ে যাওয়া হয় তাহলে পরীক্ষায় এটি অনেক আগেই ধরা পরে। নিন্মে স্ট্রুভাইট ক্রিস্টালের লক্ষণ গুলো দেওয়া হলোঃ

  • লিটারবক্সের বাহিরে প্রস্রাব করা 
  • অল্প পরিমাণে প্রস্রাব করা
  • বার বার লিটার বক্সে যাওয়া আসা করা 
  • প্রস্রাব করার সময় চিৎকার করা এবং অনেক চাপ প্রয়োগ করে প্রস্রাব করা। 
  • প্রস্রাবের রঙের পরিবর্তন হয়ে যাওয়া। 
  • প্রস্রাবের গন্ধের পরিবর্তন হয়ে যাওয়া। 
  • যৌনাঙ্গ অনেক বেশি বেশি চাটা 
  • অনেক বেশি অলস হয়ে যাওয়া
  • ক্ষুধা কমে যাওয়া 

এছাড়াও বিড়ালের মুখের অরুচি হয়ে যাওয়া এবং দীর্ঘস্থায়ী মূত্রলানীর সংক্রমণের মতো বেশ কিছু লক্ষণ পরিলক্ষিত হয়।  

Causes of struvite crystals in cats

প্রায় সকল প্রাণিদের জন্য স্ট্রুভাইট ক্রিস্টাল হলো একটি স্বাস্থ্য সমস্যার নাম। অনেক গুলা কারণে এটি হয়ে থাকে। নিন্মে বিড়ালের স্ট্রুভাইট ক্রিস্টালের কারণগুলো উল্লেখ করা হলোঃ 

ড্রাই ফুডস

প্রাণিদের শরীরের পানির চাহিদার অনেকটা অংশ আসে খাবার থেকে। আর বিড়ালেরা সাধারণ তাদের লক্ষ বছরের বিরর্তিত ধারার কারণে পানি পান করে ন। তাদের বেশিরভাগ পানির উৎস হলো তাদের খাবার। আর বিড়ালেরা যেহেতু অনেক বেশি পরিমাণে শুকনা খাবার খেতে পছন্দ করে তাই এটি তাদের প্রস্রাবকে আরও বেশি পরিমাণে ঘন করার সম্ভাবনা থাকে। এবং এর ফলে বিড়ালের স্ট্রুভাইট ক্রিস্টাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।    

মানসিক চাপ

অবিশ্বাস্য হলেও সত্যি বিড়ালের স্ট্রুভাইট ক্রিস্টালের জন্য মানসিক চাপ ও একটি কারণ। যখন কোন বিড়ালকে মানসিক চাপ প্রাদন করা হয় তখন বিড়াল অল্প পরিমাণে হলেও ঘন ঘন প্রস্রাব করার প্রবনতা রাখে যার ফলে বিড়ালের ক্রিস্টাল জমা হওয়ার সম্ভবনার সৃষ্টি হয় এবং আস্তে আস্তে ক্রিস্টলগুলো জমা হয়ে স্ট্রুভাইট ক্রিস্টালে রুপ নেয়।  

সংক্রমণ  

মূত্রনালীর সংক্রমণ হলো বিড়ালদের স্ট্রুভাইট ক্রিস্টালের সবচেয়ে প্রধান এবং সাধারণ কারণ। বেশিরভাগ সময়েই এই সংক্রমণ গুলো ব্যকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় যা মূত্রনালী দিয়ে প্রবেশ এবং মূত্রনালীতে অনেক বেশি প্রদাহ সৃষ্টি করে এবং বিড়ালের মূত্রনালী সহ নিচের অঙ্গগুলোতে ক্রিস্টাল জমা করতে থাকে। আর আস্তে আস্তে ক্রিস্টাল গুলো জমা হয়ে স্ট্রুভাইট ক্রিস্টালে রুপ নেয়। 

এছাড়াও যে সকল বিড়াল বাটি থেকে পানি পান না করে তাদের স্ট্রুভাইট ক্রিস্টাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

Treatment of struvite crystals in cats

বিড়ালের স্টুভাইট ক্রিস্টালের জন্য বিভিন্ন রকমের চিকিৎসা প্রদান করা হয়। সাধারণ স্ট্রুভাইট ক্রিস্টালের অবস্থান এবং আকারের উপরে নির্ভর করে এটির চিকিৎসা প্রদান করা হয়। নিন্মে স্ট্রুভাইট ক্রিস্টালের চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হলোঃ 

সাধারণত বিড়ালের অন্তনির্হিত কারণের উপরে ভিত্তি করে পৃথক রকমের চিকিৎসা প্রদান করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিড়ালকে ঔষধ, ডায়েট এবং অস্ত্রোপাচারের মাধ্যমে বিড়ালের স্ট্রুভাইট ক্রিস্টালের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও বিড়ালের স্ট্রুভাইট ক্রিস্টালের জন্য অতিরিক্ত ও কিছু  চিকিৎসা প্রদান করা হয়। এই সকল চিকিৎসার মধ্যে রয়েছে ব্যাথার ঔষুধ, খাদ্য পরিবর্তন, পানি পানের পরিমাণ বৃদ্ধি, তরল থেরাপি এবং মানসিক চাপ কমানো ইত্যাদি। 

ক্রিস্টাল পাথর দ্রবীভূত হতে পারে। তাই চিকিৎসকের প্রধান লক্ষয় থাকে বিড়ালের প্রস্রাব আরো বেশি অম্লীয় এবং পাতলা করা। আর প্রস্রাব অম্লীয় এবং পাতলা করার জন্য বিড়ালকে প্রসক্রিপশনের খাবার খাওয়াতে হবে। তবে বিড়ালেরা যেহেতু শুকনো খাবার অনেক বেশি পছন্দ করে তাই ভেজা জাতীয় খাবার খেতে চাইবে না। আর তাই বিড়ালের প্রস্রাবকে আরও বেশি অম্লীয় এবং পাতলা করতে বিড়ালের ডায়েটের পরিবর্তনের পাশাপাশি ঔষুধ খাওয়াতে হবে। প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক প্রদান করতে হবে। 

বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের কারণে বিড়ালের স্ট্রুভাইট ক্রিস্টাল অপসারণের জন্য বিভিন্ন রকমের প্রযুক্তি করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো লিথোট্রিপসি চিকিৎসা পদ্ধতি এবং ল্যাপারোস্কোপি চিকিৎসা পদ্ধতি। এই দুই চিকিৎসা পদ্ধতির সাহায্যে বিড়ালের স্ট্রুভাইট ক্রিস্টালকে অপসারণ করানো যায়।    

Resistance to struvite crystals in cats

বিড়ালের স্টুভাইট ক্রিস্টালকে সম্পূর্ণ রুপে প্রতিরোধ করা সম্ভব না। তবে বিড়ালদের যে সকল কারণে স্ট্রুভাইট ক্রিস্টাল অনেক বেশি হয় তাদের মধ্যেকার অনেক কারণগুলোকে প্রতিরোধ করা যায়। নিন্মে বিড়ালের স্ট্রুভাইট ক্রিস্টাল প্রতিরোধের বিষয়গুলো উল্লেখ করা হলোঃ 

  • বিড়ালের স্থুলতা প্রতিরোধের জন্য বিড়ালকে খাবার খেতে দেওয়ার সময়ে খেলতে দিতে হবে। 
  • বিড়ালের প্রস্রাবের সমস্যা প্রতিরোধ করতে বিড়ালকে অনেক বেশি পরিমাণে পানি পান করাতে হবে। এবং বাড়ির বিভিন্ন স্থানে পানি সরবারহ করতে হবে। 
  • বিড়ালকে শুকনা খাবারের পাশাপাশি ভেজা খাবারও প্রদান করতে হবে। 
  • বিড়ালকে ভয় এবং চাপ মুক্ত রাখতে হবে। বিড়ালকে চাপ মুক্ত রাখতে বিভিন্ন প্রতিযোগিতা এবং বিড়ালের সাথে খুনশুটি গড়ে তুলতে হবে। 
  • বিরালের লিটার বক্স নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। লিটার বক্স পরিষ্কার থাকলে বিড়াল প্রস্রাব করতে অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করতে এবং অতিরিক্ত প্রস্রাব মূত্রনালীতে জমা থাকবে না ফলে বিড়ালের স্ট্রুভাইট ক্রিস্টালের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। 
  • বিড়ালকে নিয়মিত যত্ন করতে হবে। প্রতি সপ্তাহে কোট পরিষ্কার করতে হবে। 

এছাড়া বিড়ালকে বিভিন্ন রকমের সংক্রমণের থেকে রক্ষা করতে সময়মতো টিকা প্রদান করতে হবে। এবং বিরালকে প্রাণবন্ত রাখতে বিড়ালকে গৃহের মধ্যেই রাখতে  হবে। সেই সাথে বিড়াল-বান্ধব পরিবেশ তৈরি করে ফেলিওয়ের মতো পণ্য ব্যাবহার করতে হবে।     

Appendix

স্ট্রুভাইট ক্রিস্টল সাধারণত বিড়ালের মূত্রনালীতে পাথর গঠন করে থাকে। যা নির্মূল করা অনেক বেশি বেদনাদায়ক এবং বিড়ালের জন্য এটি অনেক বেশি ঝামেলার হয়ে থাকে। তুলনামূলক ভাবে বিড়ালেরা কুকুরের থেকে কম আক্রান্ত হয় এই রোগে। পুরুষ এবং মহিলা উভয় বিড়ালেরই এই সমস্যা টি হয়ে থাকে। যেহেতু পাথরের আকার বড় হওয়ার পরে এই রোগের লক্ষণ গুলো পরিলক্ষিত হয় তাই অস্ত্রোপাচারের মাধ্যমেই পাথরকে অপসারণ করা হয়। 

তবে বিড়ালের নিয়মিত যত্ন এবং বিড়ালকে সুন্দর পরিবেশে রাখলে বিড়ালের স্টুভাইট ক্রিস্টল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যেমে বিড়ালের স্ট্রুভাইট ক্রিস্টালের লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে একটি বিস্তারিত এবং সুনির্দিষ্ট তথ্য জানতে পেরেছেন। এর পরেও যদি কোণ প্রশ্ন থেকে থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

 

Share with friends and families

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *