Subscription
আপনার বিড়ালের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং আপনাকে একটা পার্সোনালাইজড লাক্সারিয়াস সার্ভিস দেওয়ার উদ্দ্যেশেই Kitty Kitchen এর জন্ম।
সাবস্ক্রিপশন - একটি সমাধান
বিড়াল আমাদের সবার কাছেই খুব আদরের। তারা ডিস্টার্ব করলেও আমাদের কাছে কিউট লাগে। ঠিক নিজের বাচ্চার মতোই তাদের আদর-যত্ন করি। কিন্তু বিড়াল পালতে গিয়ে এমন একটি সমস্যা ফেইস করতে হয় যা শুধু আমাদেরই না বরং তাদের জন্যও খুব ঝুঁকিপূর্ণ। সেটি হচ্ছে সময়মতো পর্যাপ্ত পুষ্টিগুণসম্পন্ন খাবার খাওয়ানোর চ্যালেঞ্জ। বাসায় নিজ হাতে খাবার তৈরি করা অনেকটা সময়সাপেক্ষ ব্যাপার। তার সাথে আছে প্রতিবেলা খাবারের আইটেম চেঞ্জ করার ঝামেলা। আর খাবার দিতে দেরি হলে বিড়াল তো আর বাসায় শান্তি রাখে না!
কিন্তু নিজের আদুরে বিড়ালের জন্য অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও একজন কর্মজীবী মানুষ ব্যস্ততার কারণে প্রিয় বিড়ালকে সময়মতো পুষ্টিকর খাবার তৈরি করে খাওয়াতে পারেন না। ফলে নিজে যেমন বিড়ালের স্বাস্থ্যের ব্যাপারে দুশ্চিন্তায় থাকেন তেমনই নিষ্পাপ বিড়ালগুলোও চরমভাবে অবহেলিত হয়।
তাই আপনার বিড়াল পোষার শখটা সুখের করে তুলতে বিড়ালকে সময়মতো পুষ্টিকর খাবার খাওয়ানোর গুরুত্বপূর্ণ দায়িত্বটি Kitty Kitchen নিজের কাঁধে তুলে নিয়েছে। এবং আপনাকে একটি বিশেষ সেবা অফার করছে — সাবস্ক্রিপশন।
‘কিটি কিচেন’ আপনার প্রিয় বিড়ালের জন্য প্রতিদিন উন্নত মানের খাবার তৈরি করবে, যার মূল উপাদান হলো ভালোবাসা! এবং তা ঠিক সময়মতো আপনার হাতে পৌঁছে দেবে।
বিভিন্ন মেয়াদের প্ল্যান
দীর্ঘদিন একই জায়গায় আপনি না-ও থাকতে পারেন। অথবা অন্য কোনো কারণে সাবস্ক্রিপশনটি চালিয়ে যাওয়া সম্ভব না-ও হতে পারে। তাই আপনার সুবিধার্থে আমরা বিভিন্ন মেয়াদের প্ল্যান রেডি করেছি। আপনি আপনার সুবিধামতো অ্যাভেইল্যাবল প্ল্যানগুলো থেকে যেকোনোটি বেছে নিতে পারেন।
- ১ সপ্তাহ
- ২ সপ্তাহ
- ৪ সপ্তাহ
পারচেজ এর ন্যূনতম পরিমাণ
প্রতিটি বিড়ালের দেহের পুষ্টিচাহিদা ওজনভেদে বিভিন্ন হয়ে থাকে। ঘরে বিড়ালের সংখ্যা ও তাদের ওজন অনুযায়ী খাবারের পরিমাণ কম হয়ে গেলে আপনার প্রিয় বিড়ালগুলোর দেহে ক্যালরির ঘাটতি দেখা দিবে। ফলে তাদের স্বাস্থ্যহানীও হতে পারে। তাই খাবার পারচেজ করার ন্যূনতম পরিমাণ নির্ভর করবে আপনার ঘরে থাকা বিড়ালের সংখ্যা ও তাদের ওজনের উপর।
মিল ডিস্ট্রিবিউশন
বিড়ালের পুষ্টিচাহিদা পূরণ ও খাবারের প্রতি রুচি ঠিক রাখতে প্রতিবেলা খাবারের ডিশে ভ্যারাইটি বজায় রাখতে হয়। নিয়মিত রুটিন মেইনটেইন করার ও মিল ডিস্ট্রিবিউশনের ঝামেলা আপনাকে যেন না পোহাতে হয় সেজন্য আপনার অর্ডারকৃত পরিমাণ খাবার প্রতিদিন নির্দিষ্ট রুটিন অনুযায়ী সমান তিনটি মিল – এ ভাগ করে দেওয়া হবে। আপনি চাইলে কতটি মিল হবে তা নিজেও ঠিক করে দিতে পারেন।
ওভেন-প্রুফ ফ্রিজিং পট
আপনাকে বিড়ালের জন্য খাবারগুলো দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করতে হবে। তাই সেগুলো যাতে ফ্রেশ থাকে এবং যেকোনো সময় যেন গরম করে খাওয়াতে পারেন সেজন্য আমরা ওভেন-প্রুফ ফ্রিজিং পট এ খাবার গুলো প্যাক করে থাকি। ফলে আপনি যেকোনো সময় গরম করে একদম ফ্রেশ খাবারটি প্রিয় বিড়ালকে খাওয়াতে পারবেন। আবার কখনো খাবার রিটার্ন দেওয়ার প্রয়োজন হলে, হাতে পাওয়ার ৩ দিনের মধ্যেই ইনটেক ফুড পট রিটার্নও করতে পারবেন।
পেমেন্ট মেথড
আপনার পেমেন্ট করার সুবিধার্থে আমরা পেমেন্টের দুটি মেথডই রেখেছি। আপনি আপনার পছন্দমতো মেথডে পেমেন্ট করতে পারবেন। আর বার বার পেমেন্ট করাটাও বেশ বিড়ম্বনার। তাই আমরা আপনার পছন্দের সাবস্ক্রিপশন প্ল্যানের প্রাইস টা একবারেই নিয়ে নিচ্ছি।
- ক্যাশ অন ডেলিভারি
- ডিজিটাল পেমেন্ট
ফ্রী ট্রায়াল
সাবস্ক্রিপশন নেওয়ার আগে আপনি হয়তো আমাদের সার্ভিস কোয়ালিটি যাচাই করতে চাইতে পারেন। আমাদের খাবার আপনার বিড়াল কতটুকু পছন্দ করছে সেটাও দেখে নেওয়ার ইচ্ছা হতে পারে। আর আমরাও চাই আপনি যেন নিশ্চিন্তে আমাদের সাবস্ক্রিপশনটি পারচেজ করতে পারেন। তাই Kitty Kitchen আপনার সিদ্ধান্ত নেওয়াটা সহজ করার জন্য একদিনের (প্রথমদিন) ফ্রী ট্রায়াল অফার করছে। আপনি চাইলে ফ্রী ট্রায়ালটি ট্রাই করতে পারেন অথবা নিশ্চিন্তে সরাসরি সাবস্ক্রিপশনও নিতে পারেন।
সময়মতো ডেলিভারি
আপনার সময়ের মূল্য আমরা বুঝি। সেই সাথে আদুরে বিড়ালগুলো যেন সময়মতো খাবার খেতে পারে সেদিকেও আমাদের খেয়াল রয়েছে। তাই আমরা রোজ সকাল ৮ – ১১ টার মধ্যেই আপনার হাতে প্রিয় বিড়ালের সারাদিনের খাবারটা পৌঁছে দেব।
সার্ভিস এরিয়া
আমাদের সাবস্ক্রিপশন সার্ভিসটি এখন শুধুমাত্র বসুন্ধরা -র বিড়ালপ্রেমীদের জন্যই অ্যাভেইল্যাবল আছে। তবে সারাদেশের সকল বিড়ালপ্রেমীর বিড়াল পোষার শখটি সহজে উপভোগ করার জন্য আমাদের সার্ভিসটি সকলের দোড়গোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিনিয়ত আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।
ডেলিভারি চার্জ
বসুন্ধরার বিড়ালপ্রেমীদের জন্য আমাদের ডেলিভারি চার্জ নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫ টাকা।
মানি-ব্যাক গ্যারান্টি
আমরা আমাদের প্রোডাক্ট গুলো যথেষ্ঠ আন্তরিকতা, দক্ষতা ও সতর্কতার সাথে তৈরি করে থাকি। তবে সাবস্ক্রিপশন নেওয়ার পরে আপনার বিড়াল যদি আমাদের খাবার পছন্দ না করে অথবা আমাদের খাবার সম্পর্কে আপনার কোনো অভিযোগ থাকে তাহলে আমরা সম্পূর্ণ সাবস্ক্রিপশন ফি রিটার্ণ করে দেবো।